আমার পঠিত ব্লগ সমুহ

মঙ্গলবার, ২১ জুন, ২০১১

Anti-Beast Number

৯৯৯ এ্যান্টি-বিষ্ট নাম্বার

আমরা অনেকেই জানি বাইবেলে 666 সংখ্যাটিকে বলা হয়েছে Beast Number বা শয়তানের সংখ্যা। আর এই হিসেবে Anti-Beast Number হচ্ছে 999। যদি Beast Number 666 কে উল্টে দিই তাহলে 999 কে পাওয়া যায়। আর এর জন্যই 999 কে Anti-Beast Number বলা হয়। যাই হোক, 999 কি শয়তানের সংখ্যা না ফেরেস্তার সংখ্যা তা আমাদের আলচ্য বিষয় নয়। আমরা শুধু দেখবো ৯৯৯ এর কিছু মজার বৈশিষ্ঠ্য, কারণ এটা “প্রজন্ম ফোরামে” আমার ৯৯৯ তম পোস্ট।
০১।
আসুন Beast Number এর জন্য কিছু Vaccine বা টিকা আবিষ্কার করি, যে টিকাটি ব্যবহার করে Beast Number-কে Anti-Beast Number-এ রুপান্তর করা যাবে। Vaccine বা টিকাটি হচ্ছে- ১১১, ২২২, ৩৩৩, ৪৪৪, ৫৫৫, ৬৬৬, ৭৭৭, ৮৮৮, ৯৯৯। ঠিক আছে এবার দেখা যাক কিভাবে কাজ করে এই Vaccine বা টিকা।
৬৬৬ × ১১১ = ০৭৩ ৯২৬ = ০৭৩+৯২৬ = ৯৯৯
৬৬৬ × ২২২ = ১৪৭ ৮৫৪ = ১৪৭+৮৫৪ = ৯৯৯
৬৬৬ × ৩৩৩ = ২২১ ৭৭৮ = ২২১+৭৭৮ = ৯৯৯
৬৬৬ × ৪৪৪ = ২৯৫ ৭০৪ = ২৯৫+৭০৪ = ৯৯৯
৬৬৬ × ৫৫৫ = ৩৬৯ ৬৩০ = ৩৬৯+৬৩০ = ৯৯৯
৬৬৬ × ৬৬৬ = ৪৪৩ ৫৫৬ = ৪৪৩+৫৫৬ = ৯৯৯
৬৬৬ × ৭৭৭ = ৫১৭ ৪৮২ = ৫১৭+৪৮২ = ৯৯৯
৬৬৬ × ৮৮৮ = ৫৯১ ৪০৮ = ৫৯১+৪০৮ = ৯৯৯
৬৬৬ × ৯৯৯ = ৬৬৫ ৩৩৪ = ৬৬৫+৩৩৪ = ৯৯৯
০২।
আচ্ছা, যে Vaccine বা টিকালি Beast Number এর জন্য ব্যবহার করলাম সেই একই Vaccine বা টিকাটি যদি Anti-Beast Number-এ ব্যবহার করি তাহলে কি হবে? Anti-Beast Number-কি Beast Number-এ রুপান্তর হয়ে যাবে? আসুন দেখা যাক কি হয়।
৯৯৯ × ১১১ = ১১০ ৮৮৯ = ১১০+৮৮৯ = ৯৯৯
৯৯৯ × ২২২ = ২২১ ৭৭৮ = ২২১+৭৭৮ = ৯৯৯
৯৯৯ × ৩৩৩ = ৩৩২ ৬৬৭ = ৩৩২+৬৬৭ = ৯৯৯
৯৯৯ × ৪৪৪ = ৪৪৩ ৫৫৬ = ৪৪৩+৫৫৬ = ৯৯৯
৯৯৯ × ৫৫৫ = ৫৫৪ ৪৪৫ = ৫৫৪+৪৪৫ = ৯৯৯
৯৯৯ × ৬৬৬ = ৬৬৫ ৩৩৪ = ৬৬৫+৩৩৪ = ৯৯৯
৯৯৯ × ৭৭৭ = ৭৭৬ ২২৩ = ৭৭৬+২২৩ = ৯৯৯
৯৯৯ × ৮৮৮ = ৮৮৭ ১১২ = ৮৮৭+১১২ = ৯৯৯
৯৯৯ × ৯৯৯ = ৯৯৮ ০০১ = ৯৯৮+০০১ = ৯৯৯
বাহ! চমৎকার, Anti-Beast Number-ই ফিরে ফিরে আসছে।
০৩।
সবাই বলে ৭ হচ্ছে লাকি সংখ্যা। লাকি কি আনলাকি তা জানি না, তবে ৭দিয়ে যেকোনো সংখ্যাকে ভাগ করলেই দশমিকের পর একটি পৌনপনিক সংখ্যা পাওয়া যাবে। আর মজার বিষয় হচ্ছে সেই পৌনপনিক সংখ্যাটির মাঝখানে একটি + চিহ্ন বসিয়ে দিলেই পাওয়া যারে আমাদের Anti-Beast Number ৯৯৯ কে। দেখুন……….
১÷৭ = ০.১৪২৮৫৭ ১৪২৮৫৭ ১৪২৮৫৭……
১৪২+৮৫৭ = ৯৯৯।
২÷৭ = ০. ২৮৫৭১৪ ২৮৫৭১৪ ২৮৫৭১৪……
২৮৫+৭১৪ = ৯৯৯।
৩÷৭ = ০. ৪২৮৫৭১ ৪২৮৫৭১ ৪২৮৫৭১……
৪২৮+৫৭১ = ৯৯৯।
৪÷৭ = ০. ৫৭১৪২৮ ৫৭১৪২৮ ৫৭১৪২৮……
৫৭১+৪২৮ = ৯৯৯।
৫÷৭ = ০. ৭১৪২৮৫ ৭১৪২৮৫ ৭১৪২৮৫……
৭১৪+২৮৫ = ৯৯৯।
৬÷৭ = ০. ৮৫৭১৪২ ৮৫৭১৪২ ৮৫৭১৪২……
৮৫৭+১৪২ = ৯৯৯।
(শুধুমাত্র ৭এর গুণিতক সংখ্যা ৭, ১৪, ২১, ২৮…. ইত্যাদির বেলায় এই নিয়ম খাটবেনা।)
০৪। ১১ সংখ্যাটি লাকি না আনলাকি তা আপনারা জানে, তবে আমি জানি ১১ দিয়ে যেকোনো সংখ্যাকে ভাগ করলেই দশমিকের পর একটি পৌনপনিক সংখ্যা পাওয়া যাবে। আর মজার বিষয় হচ্ছে সেই পৌনপনিক সংখ্যাটির প্রথম ছয়টি সংখ্যা নিয়ে তার মাঝখানে একটি + চিহ্ন বসিয়ে দিলেই পাওয়া যারে Anti-Beast Number ৯৯৯ ।
১÷১১ = ০. ০৯০৯০৯০৯০৯০৯০৯০৯০৯ ……
০৯০+৯০৯ = ৯৯৯।
২÷১১ = ০. ১৮১৮১৮১৮১৮১৮১৮১৮১৮ ……
১৮১+৮১৮ = ৯৯৯।
৩÷১১ = ০. ২৭২৭২৭২৭২৭২৭২৭২৭২৭ ……
২৭২+৭২৭ = ৯৯৯।
৪÷১১ = ০. ৩৬৩৬৩৬৩৬৩৬৩৬৩৬৩৬৩৬ ……
৩৬৩+৬৩৬ = ৯৯৯।
৫÷১১ = ০. ৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫ ……
৪৫৪+৫৪৫ = ৯৯৯।
৬÷১১ = ০. ৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪৫৪ ……
৫৪৫+৪৫৪ = ৯৯৯।
৭÷১১ = ০. ৬৩৬৩৬৩৬৩৬৩৬৩৬৩৬৩৬৩ ……
৬৩৬+৩৬৩ = ৯৯৯।
৮÷১১ = ০. ৭২৭২৭২৭২৭২৭২৭২৭২৭২ ……
৭২৭+২৭২ = ৯৯৯।
৯÷১১ = ০. ৮১৮১৮১৮১৮১৮১৮১৮১৮১৮১ ……
৮১৮+১৮১ = ৯৯৯।
১০÷১১ = ০. ৯০৯০৯০৯০৯০৯০৯০৯০৯০ ……
৯০৯+০৯০= ৯৯৯।
(শুধুমাত্র ১১এর গুণিতক সংখ্যা ১১, ২২, ৩৩, ৪৪…. ইত্যাদির বেলায় এই নিয়ম খাটবেনা।)
০৫।
আনলাকি থার্টিন যতোই বলেন আমি বলবো সাতেরই মতো ১৩ দিয়েও একই নিয়মে Anti-Beast Number ৯৯৯ কে। বের করা সম্ভব, দেখুন……….
১÷১৩ = ০. ০৭৬৯২৩ ০৭৬৯২৩ ০৭৬৯২৩ ০৭৬৯২৩ ০৭৬৯২৩ ……
০৭৬+৯২৩ = ৯৯৯।
২÷১৩ = ০. ১৫৩৮৪৬ ১৫৩৮৪৬ ১৫৩৮৪৬ ১৫৩৮৪৬ ১৫৩৮৪৬ ……
১৫৩+৮৪৬ = ৯৯৯।
৩÷১৩ = ০. ২৩০৭৬৯ ২৩০৭৬৯ ২৩০৭৬৯ ২৩০৭৬৯ ২৩০৭৬৯ ……
২৩০+৭৬৯ = ৯৯৯।
৪÷১৩ = ০. ৩০৭৬৯২ ৩০৭৬৯২ ৩০৭৬৯২ ৩০৭৬৯২ ৩০৭৬৯২ ……
৩০৭+৬৯২ = ৯৯৯।
৫÷১৩ = ০. ৩৮৪৬১৫ ৩৮৪৬১৫ ৩৮৪৬১৫ ৩৮৪৬১৫ ৩৮৪৬১৫ ……
৩৮৪+৬১৫ = ৯৯৯।
৬÷৭ = ০. ৪৬১৫৩৮ ৪৬১৫৩৮ ৪৬১৫৩৮ ৪৬১৫৩৮ ৪৬১৫৩৮ ……
৪৬১+৫৩৮ = ৯৯৯।
(শুধুমাত্র ১৩এর গুণিতক সংখ্যা ১৩, ২৬, ৩৯, ৫২…. ইত্যাদির বেলায় এই নিয়ম খাটবেনা।)
উপরের নিয়তে চাইলে এই একই রকম ভাবে আমরা ১৪, ২২, ২৬, ২৮, ৩৫, ৩৯, ৪২, ৫২, ৫৬, ৬৩, ৬৫, ৯১… ইত্যাদি সংখ্য ব্যবহার করে ৯৯৯কে তৈরি করতে পারবো। বিশ্বাস না হলে আমার কথা চেষ্ঠা করে দেখতে পারেন।
০৬। মনে আছে আমি বলে ছিলাম “১৫৩” একটি অবাক করা সংখ্যা। এবার দেখেন এর আরো একটি কেরামতি। ১৫৩ এর অংকগুলিকে আগে-পিছে সরিয়ে মোট ছটি সংখ্যা তৈরি করা যায়।
যেমনঃ ১৫৩, ৩১৫, ৫৩১, ১৩৫, ৩৫১ ও ৫১৩।
এবার এই ছয়টি সংখ্যার প্রথম তিনটিকে যোগ করেলে পাওয়া যাবে ৯৯৯। আবার শেষের তিনটি সংখ্যাকেও যোগকরলে পাওয়া যাবে সেই ৯৯৯কেই।
১৫৩ + ৩১৫ + ৫৩১ = ৯৯৯।
১৩৫ + ৩৫১ + ৫১৩ = ৯৯৯।
মজার ব্যাপার তাই না!!
০৭। ৩৬০ ডিগ্রীর মাঝেও লুকিয়ে আছে ৯৯৯, একটু খুঁলেই পাওয়া যাবে। ৩৬০এর অংকগুলিকেও এদিক-ওদিক করে তৈরি করা যায় ছয়টি সংখ্যা। এই ছয়টি সংখ্যার যোগফল থেকে কিন্তু ৯৯৯ তৈরি করা যায়।
০৩৬+০৬৩+৩০৬+৩৬০+৬০৩+৬৩০ = ১৯৯৮ = ১+৯৯৮= ৯৯৯
০৮। পাই এর কথা আমরা কমবেশী সকলেই জানি। সেই পাই এর মাঝে চলুন খুঁজি ৯৯৯ কে। পাইয়ের মান দশমিকের পর দশ হাজার ঘর পর্যন্ত আমার কাছে আছে, কিন্তু এখানে শেয়ার করছি মাত্র ২০০১ঘর পর্যন্ত। কারণ আমরা কাজ করবো ১৯৯৭ তম ঘর থেকে ২০০১ তম ঘরের অংকগুলিকে নিয়ে। তাহলে নিয়ে আসি…
এরা হচ্ছে ৯০০৯৯। এবার ৯০০+৯৯ = ৯৯৯।
তাছাড়া দশমিকের পর যদি ৭৬১টি ঘর বাদ দেন তাহলে পরপর দুবার Anti-Beast Number- ৯৯৯ কে পাবেন।
3.
1415926535 8979323846 2643383279 5028841971 6939937510 5820974944 5923078164 0628620899 8628034825 3421170679 8214808651 3282306647 0938446095 5058223172 5359408128 4811174502 8410270193 8521105559 6446229489 5493038196 4428810975 6659334461 2847564823 3786783165 2712019091 4564856692 3460348610 4543266482 1339360726 0249141273 7245870066 0631558817 4881520920 9628292540 9171536436 7892590360 0113305305 4882046652 1384146951 9415116094 3305727036 5759591953 0921861173 8193261179 3105118548 0744623799 6274956735 1885752724 8912279381 8301194912 9833673362 4406566430 8602139494 6395224737 1907021798 6094370277 0539217176 2931767523 8467481846 7669405132 0005681271 4526356082 7785771342 7577896091 7363717872 1468440901 2249534301 4654958537 1050792279 6892589235 4201995611 2129021960 8640344181 5981362977 4771309960 5187072113 4999999837 2978049951 0597317328 1609631859 5024459455 3469083026 4252230825 3344685035 2619311881 7101000313 7838752886 5875332083 8142061717 7669147303 5982534904 2875546873 1159562863 8823537875 9375195778 1857780532 1712268066 1300192787 6611195909 2164201989 3809525720 1065485863 2788659361 5338182796 8230301952 0353018529 6899577362 2599413891 2497217752 8347913151 5574857242 4541506959 5082953311 6861727855 8890750983 8175463746 4939319255 0604009277 0167113900 9848824012 8583616035 6370766010 4710181942 9555961989 4676783744 9448255379 7747268471 0404753464 6208046684 2590694912 9331367702 8989152104 7521620569 6602405803 8150193511 2533824300 3558764024 7496473263 9141992726 0426992279 6782354781 6360093417 2164121992 4586315030 2861829745 5570674983 8505494588 5869269956 9092721079 7509302955 3211653449 8720275596 0236480665 4991198818 3479775356 6369807426 5425278625 5181841757 4672890977 7727938000 8164706001 6145249192 1732172147 7235014144 1973568548 1613611573 5255213347 5741849468 4385233239 0739414333 4547762416 8625189835 6948556209 9219222184 2725502542 5688767179 0494601653 4668049886 2723279178 6085784383 8279679766 8145410095 3883786360 9506800642 2512520511 7392984896 0841284886 2694560424 1965285022 2106611863 0674427862 2039194945 0471237137 8696095636 4371917287 4677646575 7396241389 0865832645 9958133904 7802759009 9
০৯। পাইয়ের কথা যখন আসলোই তখন আরো একটি পাইয়ের মজা দেখে নিন
π = 3.1415926536……..
3√π = 1. 464 591 887 56 ………
এবার দশমিকের পরের এই এগারটি সংখ্যাকে চারটি অংশ ধরে নিয়ে তাদের যোগফলকে ২ দিয়ে ভাগ করবো।
(464 + 591 + 887 + 56) ÷ 2 = 999
১০। আমরা জানি e = ২. ৭১৮ ২৮১……..
এখানেও দশমিকের পরের দুটি অংশের যোগ ফল ৯৯৯।
যেমনঃ ৭১৮ + ২৮১ = ৯৯৯।
তাছাড়া একই ভাবে √e = ১.৬৪ ৮৭২ ১২৭………
আমি যতটুকু দেখিয়েছি তার শেষের দুই অংশের যোগ করে দেখেন….
৮৭২ + ১২৭ = ৯৯৯ কেই পাওয়া যাবে।
১১। যদি ভাবেন ৬৬৬ একটি Beast Number তাহলে আমি জোড় দিয়ে বলতে পারি এর চেয়ে Anti-Beast Number এর পাওয়ার ৫। বিশ্বাস হচ্ছে না!! তাহলে ৬৬৬ এর উপর পাওয়ার ৫ দিয়ে দেখেন।
৬৬৬^৫ = ১৩১ ০৩০ ১২২ ১৪০ ৫৭৬
এবার এই বিশাস সংখ্যাটির তিনটি করে সংখ্যা পরপর একটা করে + চিহ্ন দিয়ে দেখেন…..
১৩১ + ০৩০ + ১২২ + ১৪০ + ৫৭৬ = ৯৯৯।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন