- মোবাইল ফোন তারবিহীন টেলিফোন বিশেষ। মোবাইল (mobile) অর্থাৎ "স্থানান্তরযোগ্য", এই ফোন সহজে যেকোনও স্থানে বহন করা এবং ব্যবহার করা যায় বলে মোবাইল ফোন নামকরণ করা হয়েছে। এটি ষড়ভূজ আকৃতির ক্ষেত্র বা এক-একটি সেল নিয়ে কাজ করে বলে একে "সেলফোন" (cell phone) নামেও পরিচিত।
ফোনেরউদ্ভাবক:
- মোটোরোলা কোম্পানিতে কর্মরত ডঃ মার্টিন কুপারকে মোবাইল ফোনের উদ্ভাবকের মর্যাদা দেয়া হয়ে থাকে। তিনি ১৯৭৩ সালের এপ্রিলে প্রথম সফল ভাবে এই ফোনের মাধ্যমে কল করতে সক্ষম হন।
- বাংলাদেশে টেলিকম কোম্পানী লিমিটেড এর একটি যৌথ প্রয়াস। বাংলাদেশে মোবাইল ফোন প্রথম চালু হয় ১৯৯৩ সালের এপ্রিল মাসে। Hutchison Bangladesh Telecom Limited (HBTL) ঢাকা শহরে AMPS মোবাইল প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন সেবা শুরু করে এবং ক্রমান্বয়ে সারাদেশে নেটওয়ার্ক বিস্তৃত করে। বর্তমানে দেশের ৬৪ টি জেলার মধ্যে মোবাইল ফোন সেবা প্রদানের জন্য অনুমোদিত ৬৪ টি জেলাতেই মোবাইল ফোন এর নেটওয়ার্ক রয়েছে।এছাড়াও মোবাইল অপারেটর গুলো এসএমএস, ভয়েস এসএমএস, এসএমএস পুশ-পুল সার্ভিস, ভিএমএস, ফ্যাক্স এবং ডাটা সার্ভিস, ওয়েলকাম টিউন, রিংব্যাক টোন, মিসড কল এলার্ট প্রভৃতি সেবা প্রদান করে থাকে।সম্প্রতি এটি তার গ্রাহকদের জন্য ইডিজিই বা এ্যাজ সেবা চালু করেছে যার ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষজনও ইন্টারনেটের পূর্ণাঙ্গ সুবিধা পাচ্ছে।
- বর্তমানে বাংলাদেশে মোট ৬টি মোবাইল ফোন কোম্পানী রয়েছে। এদের মধ্যে ৫টি জি.এস.এম এবং একটি সি.ডি.এম এ প্রযুক্তির মোবাইল সেবা দিচ্ছে। মোবাইল কোম্পানীগুলো হল:
- * সিটিসেল (সিডিএমএ)
- * রবি (পূর্ব নাম একটেল)
- * গ্রামীনফোন
- * বাংলালিংক (সেবাওয়ার্ল্ডকে কিনে নেয়)
- * টেলিটক
- * এয়ারটেল (ওয়ারিদকে কিনে নেয়)
এখন আলাপ করা যাক-:
সমস্ত চলমান সমাধান
(All mobile solution)
বিভাগ=1
Activation: |
| Network | Dial (For checking balance) |
| গ্রামীনফোন | *566# [Prepaid]12115 [Postpaid]sms: 2000 [Postpaid] |
| বাংলালিংক | *124# |
| এয়ারটেল | *778# |
| রবি | *222# or *222#1 or 222 |
| টেলিটক | *152# |
| সিটিসেল | *8111 |
বিভাগ=5
সাহায্য(Helpline)
| Network | Dial |
| গ্রামীনফোন | 121 |
| বাংলালিংক | 123 |
| এয়ারটেল | 787 |
| রবি | 123 or sms to 8123 |
| টেলিটক | 1234 |
| সিটিসেল | 121 |
বিভাগ=6
বন্ধু এবং পরিবার সংখ্যা (Friends and family numbers)
''F&F Procedures''
গ্রামীনফোন:
| Value added Features | Services | SMS Format | Send to |
| F&F | Activation | 0171XXXXXXX0171XXXXXXX0171XXXXXXX | 2888 |
| Change | Old No New No | 2888 | |
| To View | F&F or FnF | 2888 |
- F&F সংখ্যা প্রতি ৩০ দিন পরিবর্তন করা যাবে (হাসি, Djuice & Xplore.Subscribers)Postpaidএর জন্য প্রযোজ্য: ২৮০০
এয়ারটেল
আপনার বন্ধু & পরিবার সংখ্যা যোগ করতে, আপনার handsetতে এয়ারটেল মেনু থেকে নিচে সহজ ধাপ মাত্র অনুসরণ করে:
- বন্ধু এন পরিবার মেনু নির্বাচন করে :To add an FnF number, select “Add a Number” and then enter your desired mobile number.
- #আপনি একটি এসএমএস বিজ্ঞপ্তি confirming আপনার FnF শীঘ্রই সদ্যঃ গ্রহন করবেন যোগ করবেন।
- #আপনার SIM জিনের ভেতরে FnF মেনু মুছে ফেলতে আপনাকে ও অনুমোদন করে, প্রতিস্থাপন করুন এবং FnF সংখ্যার আপনার তালিকা দেখুন, আপনার keypadএর একটি অল্প সহজ ক্লিকের মধ্য দিয়ে -
- একটি FnF সংখ্যা মুছে ফেলতে, “Delete একটি Number” এবং নির্বাচন করুন তারপর একটি FnF সংখ্যা প্রতিস্থাপন করতে চলমান সংখ্যা ।
- “Replace একটি Number” এবং নির্বাচন করুন তারপর সমস্ত আপনার FnF সংখ্যা “List FnF Numbers” দেখতে চলমান সংখ্যা । নির্বাচন করুন।
রবি
১। ডায়াল *১৪০#, ‘FnF & Partner’ নির্বাচন করুন এবং নির্দেশাবলী তারপর ২ অনুসরণ করুন। ৮৩৬৩তে এসএমএস (৮fnf) অনুসরণ করে হিসেব:
To | SMS Format | Example |
| Add FnF numbers | addFnF numbers **(if you want to enter multiple numbers leave space between them) | add 018xxxxxxxx 017xxxxxxxx 019xxxxxxxx |
| Add Partner number | PPartner Number | P 018xxxxxxxx |
| Delete FnF and Partner number | delnumber to be deleted | del 018xxxxxxxx |
| To see current FnF and Partner list and status | FnF | |
| To know about the whole process | Help |
• সর্বোচ্চ ১ সংখ্যার সঙ্গে সঙ্গী হিসেবে ১ এসএমএস
• সর্বোচ্চ ১ সংখ্যার সঙ্গে FnF হিসেবে মুছে ফেলা হয় যোগ করা,যোগ করা যাবে এবং ১ এসএমএসের সঙ্গে সঙ্গী তালিকা প্রত্যেক FnF •সর্বোচ্চ সংখ্যা ১৫days
• এসএমএস আধান প্রযোজ্যের পরে পরিবর্তন করা যাবে।
বাংলালিংক:
*789#
টেলিটক
Prepaid:- Write ADD 0155XXXXXXX 02XXXXXX 017XXXXXXXX and send SMS to 363.
- FADD 0155XXXXXXX 0155XXXXXXX 0155XXXXXXX 0155XXXXXXX 0155XXXXXXX and send SMS to 363.
বিভাগ=7
গ্রাহক সম্পর্ক আধিকারিকের সঙ্গে যোগাযোগ (insta.service)
গ্রামীনফোন
ইমেল:insta.service@grameenphone.com
ওয়েব: http://www.grameenphone.com
Direct Chat: https://ic-web.grameenphone.com/
ফোন সংখ্যা:01710000600
একই simএর সঙ্গে চলমান থেকে:121
যেকোন ফোন থেকে: 9882990
Fax: 9882948
ওয়েব: http://www.grameenphone.com
Direct Chat: https://ic-web.grameenphone.com/
ফোন সংখ্যা:01710000600
একই simএর সঙ্গে চলমান থেকে:121
যেকোন ফোন থেকে: 9882990
Fax: 9882948
বাংলালিংক
ইমেল: info@banglainkgsm.com
ওয়েব:http://www.banglainkgsm.com
ফোনসংখ্যা: ০১৯১১৩০৪১২১
একই simএরসঙ্গেথেকে: ১২১
যেকোনফোনথেকে: +৮৮০১৯১৩১০৯০০-৯০১
Fax: 089888370-1
ওয়েব:http://www.banglainkgsm.com
ফোনসংখ্যা: ০১৯১১৩০৪১২১
একই simএরসঙ্গেথেকে: ১২১
যেকোনফোনথেকে: +৮৮০১৯১৩১০৯০০-৯০১
Fax: 089888370-1
এয়ারটেল
ইমেল:customerserice@bd.airtel.com
ওয়েব: http://www.bd.airtel.com
ফোনসংখ্যা:8801678600786
একই simএরসঙ্গেথেকে: 786
যেকোনফোনথেকে: +8801678600786
ওয়েব: http://www.bd.airtel.com
ফোনসংখ্যা:8801678600786
একই simএরসঙ্গেথেকে: 786
যেকোনফোনথেকে: +8801678600786
রবি
ইমেল: 123@robi.com.bd
ওয়েব: www.robi.com.bd
ফোনসংখ্যা:01819 400400
একই simএরসঙ্গেথেকে: 121
যেকোনফোনথেকে:+8801819234329-01819234333
Fax to +88 02 8832503
ওয়েব: www.robi.com.bd
ফোনসংখ্যা:01819 400400
একই simএরসঙ্গেথেকে: 121
যেকোনফোনথেকে:+8801819234329-01819234333
Fax to +88 02 8832503
টেলিটক
ওয়েব: www.teletalk.com.bd
ফোনসংখ্যা: 9882585-ext-333 0155-0157750/60
Recharge কার্ড:
Dial *151*13 digit PIN #
ফোনসংখ্যা: 9882585-ext-333 0155-0157750/60
Recharge কার্ড:
Dial *151*13 digit PIN #
সিটিসেল
ওয়েব: www.citycell.com
ফোনসংখ্যা: 011 99 121 121
ফোনসংখ্যা: 011 99 121 121





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন