আমার পঠিত ব্লগ সমুহ

মঙ্গলবার, ৩১ মে, ২০১১

প্রতিদিন কমপক্ষে ৫ ডলার উপার্জন করার সহজ উপায়

undefined

সহজে অতিরিক্ত অর্থ উপার্জন করুন

ঘরে বসেই অনলাইনে প্রতিদিন কমপক্ষে ৫ ডলার উপার্জন করার সহজ উপায়
Facebook, MySpace অথবা Twitter এর মত PeopleString ও একটি সামাজিক নেটওয়ার্কিং সাইট । অন্যান্য সাইটের সাথে এই সাইটির মূল পার্থক্য হল এই সাইটটি তাদের উপার্জিত অর্থ তাদের ব্যবহারকারীদের সাথে শেয়ার করে । শুধুমাত্র PeopleString এ লগইন করেই আপনি উপার্জন করতে পারেন প্রতিদিন কমপক্ষে ৫ ডলার ।
নিমোক্ত ধাপগুলি সঠিকভাবে সম্পন্ন করতে পারলেই আপনিও উপার্জন করতে পারেন প্রতিদিন কমপক্ষে ৫ ডলার
১. People Points. PeopleString তাদের এডভারটাইজ হতে উপার্জিত অর্থের ৭০% তাদের ব্যবহারকারীদের মাঝে প্রদান করে থাকে । যত বেশি PeopleString, আপনি ব্যবহার করবেন তত বেশি People Points আপনি উপার্জন করবেন । যত বেশি People Points আপনি একটি নির্দিষ্ট মাসে ব্যবহার করবেন, তত বেশি টাকা PeopleString আপনাকে দেবে । যদিও People Points এর মূল্যমান পরিবর্তনশীল, সাধারণত 1,000 People Points = $1.00.
যদিও এটা প্রথম দৃষ্টিতে বিশাল মনে হবে, কিন্ত এটা আসলেই খুব সহজ । কার্যত প্রতি ৪ ঘন্টা অন্তর আপনি ৫টি সহজ কাজ করার মাধ্যমে 50 People Points উপার্জন করতে পারবেন
1. Log out of PeopleString = 10 PP
2. Access you PeopleString Mailbox-Cashbox = 10 PP
3. Check your PeopleString Mail = 10 PP
4. Enter any of the online stores via the shopping sidebar = 10 PP
5. Do a Google search from your PeopleString home page = 10 PP
যদি আপনি এই সকল কাজ প্রতি ৪ ঘন্টায় একবার করে সম্পাদন করতে পারেন, তবে প্রতিদিন 200 People Points আপনার পক্ষে উপার্জন করা সম্ভব । অর্থাত মাসে আপনি 6,000 পয়েন্ট পাচ্ছেন, যেটা প্রতি মাসে $6.00 এর সমান ।
২. Referrals. এই সিসটেমে আপনি সতিই অনেক টাকা উপার্জন করতে পারবেন । যখনই আপনি কাউকে PeopleString, এ আমন্ত্রণ জানাবেন, তখনই আপনি $0.50 পাবেন । কিন্তু এটাই শেষ কথা নয় । আপনি আপনার আমন্ত্রিতদের মোট উপার্জন হতে 5% অর্থ প্রতি মাসে আয় করবেন । আপনার আমন্ত্রিত কেউ যখন অন্য কাউকে আমন্ত্রণ জানাবে তখন আপনি ওই আমন্ত্রিত-এর 2% উপার্জনের অংশিদার হবেন । এভাবে আপনি মোট ৬ টি লেবেল-এ টাকা পাবেন ।
আসুন, এবারে দেখা যাক, কিভাবে আপনি প্রতিদিন $5.00 করে উপার্জন করতে পারেন ? প্রথমে People String account এ সাইন-আপ করু
ধরা যাক, পূর্বে বর্নিত ৫ টি কাজ আপনি সম্পাদন করছেন । তাহলে আপনি দৈনিক 200 PeoplePoints অন্যকথায় প্রতিমাসে 6,000 অথবা প্রায় $6.00 প্রতি মাসে আপনি পাচ্ছেন ।
এখন আপনি ৩০০ জন বন্ধুকে দাওয়াত করুন যারাও আপনার মত প্রতিমাসে $6.00 উপার্জন করবে । আপনি তাদের উপার্জনের 5% পাবেন, ফলে আপনি এখন উপার্জন করলেন প্রতিমাসে $90.00 + $6.00 = $96.00 ।
যদি আপনার দাওয়াতকৃত প্রতিজন, একজন করেও নতুন ব্যবহারকারীকে দাওয়াত করে, তবে আপনার indirect referalls এর সংখ্যা হবে ৬০০ । এদের আয় হতে আপনার আয় হবে 2% অর্থাত প্রতিমাসে $60.00 । তাহলে আপনার মোট আয় হলো প্রতিমাসে $156.00 শুধুমাত্র ৩০০ জন বন্ধুকে বলার জন্য এবং একটি ওয়েব সাইট ব্রাউজ করার জন্য ।
আশা করি টিউনটি আপনাদের উপকারে আসবে |

ফেসবুকে দৈনিক ৫০০ ডলার আয় করার উপায়


এখন আপনি ইচ্ছে করলেই প্রতিদিন ৫০০ ডলার আয় করতে পারবেন ফেসবুকের মাধ্যমে। 
এবার নিচের পদ্ধতিটি অনুসরন করুন। 
১। এবার একটি জিমেইল একাউন্ট করুন। তবে তা অবশ্যই কোন মেয়ের নামে।
২। তারপর ঐ মেয়ের নামেই ফেসবুক একাউন্ট করুন এবং যেকোন একটি ছবি আপলোড করুন । যথাসম্ভব সঠিক তথ্য দিয়ে আপনার প্রোফাইল আপডেট করুন। এটা খুবই গুরুত্বপূর্ণ।
৩। আপনি হয়ত জেনে থাকবেন ফেসবুক আপনাকে আপনার ইমেইল থেকে কন্টাক্ট ইমপোর্ট করার সুযোগ দেয়। এই কারনে আপনার জিমেইল অ্যাকাউন্টকে কন্টাক্ট দিয়ে রিচ করতে হবে।
make-money-468x60
৪। চিন্তা করবেন না, আমি আপনাকে প্রোসেসটি সম্পর্কে বলছি। এই প্রক্রিয়ার প্রথমেই আপনার দরকার হবে একটি সফটওয়্যার যার নাম ইমেইল জেনারেটর বা ইমেইল এক্সট্রাকটর। সফটওয়্যারগুলো  নিচের লিঙ্ক থেকে পেতে পারেন।
এবার আপনি উক্ত যেকোন সফটওয়্যার দিয়ে ইমেইল জেনারেট করুন।
এখন মাইক্রোসফট এক্সেল ওপেন করুন। এবার আপনার জেনারেটকৃত ইমেইল এ্যাড্রেস এক্সেল ওয়ার্কশিটে কপি পেস্ট করুন। নিচের চিত্রের মত।
৫। একেকটা ওয়ার্কশীটে কমপক্ষে ৫০০০ ইমেইল সেভ করুন। এবার এক্সেল শিটটি সেভ করুন CSV(Comma Delimited) ফরম্যাটে। এভাবে আপনি অনেক শিট তৈরী করুন।
৬। আপনার জিমেইল ওপেন করুন। এইচটিএমএল ভিউতে না গিয়ে যান স্টেন্ডার্ড ভিউতে। এবার কন্টাক্টে যান যা আপনি আপনার ইমেইল পেজের বাম পাশে দেখতে পাবেন। ইমপোর্টে ক্লিক করুন। ব্রাউজ করে আপনার সদ্য তৈরীকৃত CSV ফরম্যাটের ফাইলটি আপলোড করুন। এভাবে কমপক্ষে ১০০০০ ইমেইল কন্টাক্ট লিস্ট আপলোড করুন। এবার আপনার ফেসবুক একাউন্ট ওপেন করুন। এবার Find Friend এ ক্লিক করুন। এবার Find People Your Email Box এ আপনার ঐ জিমেইল এ্যাড্রেস টি দিয়ে দিন। ফেসবুক গুগলের সাথে যোগাযোগের চেষ্ঠা করবে। আপনি অনুমতি দিন।
make-money-468x60-2
  ৭। এবার ফেসবুক জাদুর মত জিমেইল থেকে কন্টাক্ট লিস্ট ইমপোর্ট করবে। এবং ফেসবুক ঐ সকল একাউন্ট আলাদা দেখাবে যা ইতিমধ্যেই ফেসবুক ব্যবহার করে। সেসকল ইমেইলে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। বাকিগুলোকে ফেসবুক বলবে ফেসবুক ব্যবহারে উতসাহিত করার জন্য। এই ধাপটি Skip করুন।
উপরোক্ত ধাপটি অনুসরন করে আপনার ফেসবুক এ্যাকাউন্টে ৫০০০ ফ্রেন্ড যুক্ত করুন। এবার চিন্তা করুন কোন বিজনেসটি আপনি করবেন। মনে করুন আপনি এ্যামাজনের সাথে বিজনেস করবেন। তাহলে প্রথমেই একটি এ্যামাজন এ্যাকাউন্ট তৈরী করুন। সেটা অবশ্যই এ্যামাজন এ্যাসোসিয়েট এ্যাফিলিয়েট নেটওয়ার্কে খুলবেন। এখানে ক্লিক করুন (এ্যাডটি স্কিপ করুন)
৮। এবার ফেসবুকে কোন ভালো একটি টপিক নিয়ে একটি ফ্যানপেজ তৈরী করুন। টপিক অনুযায়ী একটি আকর্ষনীয় প্রোফাইল ছবি আপলোড করুন। এবার এই পেজে যোগ দেয়ার জন্য আপনার সকল বন্ধুদের সাজেস্ট করুন। তারমানে রিকোয়েস্ট পাঠান। যখন আপনি আপনার পেজে ৫০০০ মেম্বার পাবেন তখন আকর্ষনীয় এ্যামাজন অফার পোস্ট করুন। কিছু দিনের মধ্যে দেখতে পাবেন আপনার পেজে প্রায় ৫০,০০০ মেম্বার হয়ে গেছে।
make-money-234x60-2

৯। এবার আপনি আপনার আয় হিসেব করতে বসুন। যদি নূন্যতম ৫০০ মেম্বারও সক্রিয় থাকে তাহলে আপনার আয় দাড়ায় ৫০,০০০X২% = ১০০০ ভিজিটর X ৩% = ৩০ টি বিক্রিX৫০ ডলার = ১৫০০ ডলার দৈনিক। ভাবুন একটু। খুব কি বেশি কঠিন কাজ ?

মঙ্গলবার, ২৪ মে, ২০১১

আবার দ্রুত গণনা শেখার কৌশল এ আপনাদের সবাইকে স্বাগতম।আজকের পর্বে আমরা বরাবরের মতই মজার কিছু কৌশল শিখব।


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
প্রথমে শিখব কিভাবে 2 সেকেন্ড সময়ের মধ্যে দুই ডিজিট এর সংখ্যা(১৫,২৫,৩৫,৪৫,…………৯৫) এর বর্গ বের করা যায়।
প্রথমে একটি বিষয় জেনে রাখা দরকার আমরা এই পদ্দতিতে শুধু মাত্র যে সব দুই ডিজিট সংখ্যায়ের শেষ ডিজিট ৫ তাদের বর্গ বের করতে পারব।
তাহলে শুরু করি, শর্ত মতে একটি দুই ডিজিট সংখ্যা নেই ১৫ এর প্রথম ডিজিট ১ এর সাথে তার পরবর্তী ডিজিট অর্থাৎ ১+১=২ এর গুনফল বের করি এবং সবশেষে উত্তর এর সাথে ২৫ জুড়ে দেই তাহলে আমরা পাব ২২৫ যা  ১৫ এর বর্গফল।আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন।
undefined
একই ভাবে যদি দুই ডিজিট সংখ্যা নেই ৩৫ এর প্রথম ডিজিট ৩ এর সাথে তার পরবর্তী ডিজিট অর্থাৎ ৩+১=৪ এর গুনফল (৩*৪=১২) বের করি এবং সবশেষে উত্তর এর সাথে ২৫ জুড়ে দেই তাহলে আমরা পাব ১২২৫ যা ৩৫ এর বর্গফল।
undefined
কিভাবে হলঃ মনেকরি undefined
আবার ধরি, x = 10 এবং b = 5
তাহলে
undefined
এখানে (10a + 5) এর পরিবরতে দুই ডিজিট এর সংখ্যা 15,25,35,……95 যেখানে a = 1,2,3,…..9
অতএব {(10a + 5)^2} সমান হবে বাম পক্ষ a (a + 1) এবং ডান পক্ষ 25 অর্থাৎ {(a + 1)}{/25}
উদাহরন : 45 = {(40 + 5)}^2 কে {(ax+b)}^2 এর সাথে তুলনা করে পাই, a = 4, x=10
এবং b = 5. তাহলে উত্তর a (a+1) /25 হবে {4 (4+1)}/ 25 = {4*5}/25 = 2025
Related posts:

দ্রুত গণনা শেখার কৌশল পর্ব-১

আপনি কি ৩ সেকেন্ড এর মধ্যে বলতে পারেন  ৫৩x১১=?
undefined 
এটা অনেক সহজ তাই আপানাদের সময় শুরু হল এখন..১….২…..৩..সময় শেষ।
সঠিক উত্তর হলঃundefinedআপনার পাওয়া উত্তর যদি এটাই হয় তাহলে তো খুব ভাল আর যদি এটা নাও হয় চিন্তার কোনো কারন নাই দুই মিনিট পর আপনিও ৩ সেকেন্ড এর মধ্যে যেকোনো দুই ডিজিট সংখ্যার এর সাথে ১১ এর গুণফল বের করতে পারবেন।আমরা যে দুই ডিজিট সংখ্যার সাথে ১১ দিয়ে গুন করব সেটার মাঝে একটা ফাঁকা জায়গা রাখব।এখন ঐ সংখ্যা দুইটার যোগফল ফাঁকা জায়গায় বসাবো।undefined
এখানে ৫৩ এর সাথে ১১ গুণ করা হয়েছে।একটু ভাল করে খেয়াল করলে দেখা যাবে ৫+৩=৮ যেটা ঐ ফাঁকা জায়গায় বসে হয়েছে ৫৮৩ এবং এটাই আমাদের কাঙ্খিত উত্তর।
আমারা আর একটা দুই ডিজিট এর সংখ্যা নেই “৭২” এবং এটাকে ১১ দিয়ে গুণ করিএখানে ৭+২=৯ অতএব ৭২x১১=৭৯২আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। এবার বলুন তো ৭৫x১১=?এখানে ৭+৫=১২ তাহলে  ৭৫x১১=৭১২৫কি আপনাদের উত্তর কি এটাই এসেছে ? যদি এটাই আসে তাহলে আপনাদের উত্তরটা সঠিক হয় নাই।কারন আমারা আগেই বলেছিলাম দুইটি সংখ্যার মাঝখানে একটা ফাঁকা জায়গা রাখতে হবে কিন্তু এইখানে ৭ আর ৫ যোগ করলে ১২ মানে দুই ডিজিট সংখ্যার মান পাওয়া যায় যা একটি ফাঁকা জায়গায় রাখা সম্ভব না।খুব সহজেই এটা সমাধান করা যায় আমারা ৭+৫=১২ এই ১২ এর ১ ,৭ এর উপরে লিখব তারপর এর যোগফল বের করব নিচের মতো করে তাহলে উত্তর হবে ৮২৫।
বার শেষ করার আগে আপনাদের কাছে আমার শেষ প্রশ্ন বলুনতো  ৬৩x১১=?এখানে ৬+৩=৯,অতএব ৬৩x১১=৬৯৩আমার মনে হয় এখন থেকে আপনারা ৩ সেকেন্ড এর মধ্যে যেকোনো দুই ডিজিট সংখ্যা এর সাথে ১১ গুণ করতে পারবেন, নাকি কি পারবেন না?মন থেকে বলেন…
দ্রুত গণনা শেখার কৌশল পর্ব-২” তে থাকছে কিভাবে ৪ সেকেন্ড সময়ের মধ্যে যেকোনো ডিজিট এর সংখ্যার সাথে ১১  এর গুনফল বের করা যায়। যেমনঃ ৫২৬২৩৫৪২৫৪২৩১২৪৫৬৪৫৫৩২৫৪x১১=? (৪ সেকেন্ড সময়ের মধ্যে)

সোমবার, ২৩ মে, ২০১১

Unique number বা অদ্বিতীয় সংখ্যা কি জিনিস তার সংঙ্গা লিখতে গেলে খুব একটা শ্রুতিমধুর হবে না। তবুও এভাবে লেখা যেতে পারে- শুধুমাত্র ক্রমিক অংক বিশিষ্ট কোনো একটি সংখ্যা এবং তার রিভার্স সংখ্যার ব্যবধানই হচ্ছে Unique number। একটি উদাহরণ দিলেই বুঝা যাবে বিষয়টি।


উদহরন :
দুইটি ক্রমিক অংক বিশিষ্ট একটি সংখ্যা ৪৫। এবার ৪৫-কে উলটে লিখলে পাওয়া যাবে ৫৪। এখন (৫৪-৪৫) = ৯।
দুইটি ক্রমিক অংক বিশিষ্ট যে কোনো সংখ্যার জন্যই ৯ হচ্ছে Unique number, কারণ দুইটি ক্রমিক অংক বিশিষ্ট যে কোনো সংখ্যার ব্যবধানই হবে এই ৯। আরেকটি উদাহরন দেখেন……
উদাহরন :
দুইটি ক্রমিক অংক বিশিষ্ট একটি সংখ্যা ৮৯। এবার ৮৯-কে উলটে লিখলে পাওয়া যাবে ৯৮। এখন (৯৮-৮৯) = ৯।
দুইটি ক্রমিক অংক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে Unique number যে ৯ সেটা আমরা বুঝে পেলাম, কিন্তু তিনটি ক্রমিক অংক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রেও কি এরকম Unique number রয়েছে?? চলুন দেখি তেমন কিছু খুঁজে পাওয়া যায় নাকি।
উদাহরন :
তিনটি ক্রমিক অংক বিশিষ্ট যেকোনো একটি সংখ্যা ১২৩। এবার ১২৩-কে উলটে লিখলে পাওয়া যাবে ৩২১। এখন (৩২১-১২৩) = ১৯৮।
আরেকটি সংখ্যা নিয়ে পরীক্ষাটি করে দেখি ১৯৮ই পাওয়া যায় কিনা।
উদাহরন :
তিনটি ক্রমিক অংক যেকোনো একটি সংখ্যা ৬৭৮। এবার ৬৭৮-কে উলটে লিখলে পাওয়া যাবে ৮৭৬। এখন (৮৭৬-৬৭৮) = ১৯৮। বাহ! চমৎকার, এখানেও ১৯৮ পাওয়া গেলো। তাহলে আমরা বলতে পারি তিনটি ক্রমিক অংক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে Unique number হচ্ছে ১৯৮।
এবার মনে প্রশ্ন জাগে তিনটি ক্রমিক অংকের চেয়ে বেশি হলে কি হবে?? তাদের ক্ষেত্রেও কি একই রকম কোনো Unique number রয়েছে?? উত্তর হচ্ছে, হ্যাঁ Unique number রয়েছে। নিচে একটি চার্টে এক থেকে দশটি ক্রমিক অংক বিশিষ্ট সংখ্যার Unique number দেখিয়ে দিচ্ছি।
ক্রমিক অং উদাহরন Unique number
একটি ক্রমিক অংকের সংখ্যা
১ – ১
Un১ = ০
দুইটি ক্রমিক অংকের সংখ্যা
২১ – ১২
Un২ = ০৯
তিনটি ক্রমিক অংকের সংখ্যা
৩২১ – ১২৩
Un৩ = ১৯৮
চারটি ক্রমিক অংকের সংখ্যা
৪৩২১ – ১২৩৪
Un৪ = ৩০৮৭
পাঁচটি ক্রমিক অংকের সংখ্যা
৫৪৩২১ – ১২৩৪৫
Un৫ = ৪১৯৭৬
ছয়টি ক্রমিক অংকের সংখ্যা
৬৫৪৩২১ – ১২৩৪৫৬
Un৬ = ৫৩০৮৬৫
সাতটি ক্রমিক অংকের সংখ্যা
৭৬৫৪৩২১ – ১২৩৪৫৬৭
Un৭ = ৬৪১৯৭৫৪
আটটি ক্রমিক অংকের সংখ্যা
৮৭৬৫৪৩২১ – ১২৩৪৫৬৭৮
Un৮ = ৭৫৩০৮৬৪৩
নয়টি ক্রমিক অংকের সংখ্যা
৯৮৭৬৫৪৩২১ – ১২৩৪৫৬৭৮৯
Un৯ = ৮৬৪১৯৭৫৩২
দশটি ক্রমিক অংকের সংখ্যা
৯৮৭৬৫৪৩২১০ – ০১২৩৪৫৬৭৮৯
Un১০ = ৯৭৫৩০৮৬৪২১
উপরের ছকে যেখানে Unique number গুলি দেখানো হয়েছে সেখানে একটু লক্ষ্য করলে দেখা যাবে, প্রতিটি Unique number মিলে চমৎকার একটি মিল তৈরি করেছে নিজেদের মাঝে। মিলটি কি আপনার চোখে পরেছে?
১। Un৪ থেকে শুরু করে Un১০ পর্যন্ত যেকোনো Unique number এর প্রথম ও শেষ অংকের যোগফল হবে ১০।
যেমনঃ Un৯ = ৮৬৪১৯৭৫৩২, এখানে প্রথম ও শেষ অংকের যোগফল (৮+২) = ১০।
২। Un৪ থেকে Un১০ পর্যন্ত যেকোনো Unique number এর প্রথম আংক হবে (Un – ১)।
যেমনঃ Un৯ = ৮৬৪১৯৭৫৩২, এখানে প্রথম অংক হচ্ছে ৮, আর (Un৯ – ১) = (৯ – ১) = ৮।
৩। Un৪ থেকে Un১০ পর্যন্ত যেকোনো Unique number এর প্রথম ও শেষ অংক ফেলে দিলে তা অবশ্যই {U(n – ২) – (১)}হবে।
যেমনঃ Un৯ = ৮৬৪১৯৭৫৩২, এখানে প্রথম ও শেষ অংক ফেলে দিলে পাই ৬৪১৯৭৫৩। আর
{U(n৯ – ২) – (১)} = {Un৭ – (১)} = {৬৪১৯৭৫৪ – ১} = ৬৪১৯৭৫৩।
৪। Un৯ Unique number এ ১ থেকে ৯ পর্যন্ত সকল অংকই একবার করে রয়েছে।
যেমনঃ Un৯ = ৮৬৪১৯৭৫৩২
৫। Un১০ Unique number এ ০ থেকে ৯ পর্যন্ত সকল অংকই একবার করে রয়েছে।
যেমনঃ Un১০ = ৯৭৫৩০৮৬৪২১
Unique numberএর আরো একটি মজা এখন আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটি ছকের মাঝে দেখালেই বরং ভালো লাগবে
Un২ – Un১
= ০৯ – ০
= ০৯
Un৩ – Un২
= ১৯৮ – ০৯
= ১৮৯
Un৪ – Un৩
= ৩০৮৭ – ১৯৮
= ২৮৮৯
Un৫ – Un৪
= ৪১৯৭৬ – ৩০৮৭
= ৩৮৮৮৯
Un৬ – Un৫
= ৫৩০৮৬৫ – ৪১৯৭৬
= ৪৮৮৮৮৯
Un৭ – Un৬
= ৬৪১৯৭৫৪ – ৫৩০৮৬৫
= ৫৮৮৮৮৮৯
Un৮ – Un৭
= ৭৫৩০৮৬৪৩ – ৬৪১৯৭৫৪
= ৬৮৮৮৮৮৮৯
Un৯ – Un৮
= ৮৬৪১৯৭৫৩২ – ৭৫৩০৮৬৪৩
= ৭৮৮৮৮৮৮৮৯
Un১০ – Un৯
= ৯৭৫৩০৮৬৪২১ – ৮৬৪১৯৭৫৩২
= ৮৮৮৮৮৮৮৮৮৯
মজা দেখেন উপরের বিয়োগফলের প্রতিটির ক্ষেত্রেই এককের ঘরে আছে ৯ আর সর্ব বামের ঘরে আছে ০ থেকে ৮ পর্যন্ত পর্যায়ক্রমে। আরো মজার বিষয় হচ্ছে বিয়োগফলের এই সর্ব বামের ঘরের ০ থেকে ৮ পর্যন্ত অংকগুলি বলে দিচ্ছে সেই সংখ্যায় প্রথম ও শেষ অংকটি বাদে কটি আট আছে। যেমনঃ শূন্য থাকলে বুঝতে হবে সংখ্যাটিতে কোনো আট নেই, আবার ৫ থাকরে বুঝা যাবে ৫টি আট রয়েছে।
আবার যদি এমন করি যে প্রতিটি Unique numberকে উলটে লিখে যে সংখ্যাটি পাওয়া যাবে তাকে সেই Unique numberটির সাথে যোগ করি তাহলে কি কোনো নতুন pattern পাওয়া যাবে!!! আসুন দেখি…..
Reverse Unique number
RUn + Un
RUn৩ = ৮৯১ RUn৩ + Un৩ = ১০৮৯
RUn৪ = ৭ ৮০৩ RUn৪ + Un৪ = ১০৮৯০
RUn৫ = ৬৭৯১৪ RUn৫ + Un৫ = ১০৯৮৯০
RUn৬ = ৫৬৮০৩৫ RUn৬ + Un৬ = ১০৯৮৯০০
RUn৭ = ৪৫৭৯১৪৬ RUn৭ + Un৭ = ১০৯৯৮৯০০
RUn৮ = ৩৪৬৮০৩ RUn৮ + Un৮ = ১০৯৯৮৯০০০
RUn৯ = ২৩৫৭৯১৪৬৮ RUn৯ + Un৯ = ১০৯৯৯৮৯০০০
RUn১০ = ১২৪৬৮০৩৫৭৯ RUn১০ + Un১০= ১০৯৯৯৮৯০০০০
এর আগে আমি Kaprekar Constant সম্পর্কে আলোচনা করেছিলাম আমার অন্য একটি লেখায়। আমরা জানি চার অংক বিশিষ্ট Kaprekar Constant হচ্ছে K৪ = ৬১৭৪। আর একে উলটে লিখলে RK৪ = ৪৭১৬। এবার যদি এদের যোগ করি তাহলে (K৪ + RK৪) = (৬১৭৪ + ৪৭১৬) = ১০৮৯০।
মজার বিষয় হচ্ছে আমাদের Unique number এর ক্ষেত্রে (Un৪ + RUn৪) = (৩০৮৭ + ৭ ৮০৩) = ১০৮৯০।
একই ভাবে (K৩ + RK৩) = (৪৯৫ + ৫৯৪) = ১০৮৯। আর (Un৪ + RUn৪) = (১৯৮ + ৮৯১) = ১০৮৯।
মজার ব্যাপার তাই না!!
এর জন্য আমরা এই রিলেশনসিপকে দেখাতে পারি (Un + RUn) = (Kn + RKn)

বাংলাদেশের সরকারি মন্ত্রণালয়ের ওয়েবসাইট সমূহ

নানা প্রয়োজনেই আমাদের সরকারি অনেক ওয়েব সাইট এর ঠিকানার প্রয়োজন হয়। কিন্তু এর জন্য ঠিকানা খুঁজতে খুঁজতে আমরা হয়রান হই। অনেক সময় খুঁজেও পাই না। আপনাদের সুবিধার্থে তাই বাংলাদেশ সরকারের প্রায় সবগুলো ওয়েব সাইট এর ঠিকানা একসাথে দিলাম। আশা করি কাজে লাগবে। আপনাদের সুচিন্তিত মতামত আশা করছি।
আপনাদের ভাল লাগলে আরো অনেক কিছু নিয়ে আসবো।
ধন্যবাদ

ইমেইল দাতার আইপি অনুসন্ধান

3776425166 c692381bdc o হ্যাকিং লার্নিং :: আইপি এড্রেস অনুসন্ধান 
করা এবং চ্যাটিংকৃত ব্যাক্তির অবস্থান জানা [অধ্যায় ৪] | Techtunes

আপনার মেইলবক্স খুলুন। তার থেকে যেকোন একটি ইমেইল খুলুন। Reply-তে ক্লিক করুন। এবার Show original এ ক্লিক করুন। এখন যে তথ্যগুলো আসবে সেগুলো খুব ভালোভাবে খেয়াল করুন। সেখানেই আপনি হয়ত ইমেইল দাতার আইপি দেখতে পাবেন। কিন্তু gmail থেকে যদি কেউ আপনাকে মেইল করে তাহলে এই পদ্ধতি অনুসারে আপনি আইপি খুজে পাবেন না। এখন উপায়? হ্যা হ্যা অস্থির হবেন না। এক্ষুনি তা বলছি।
আসলে মূল ব্যাপারটি হচ্ছে gmail সবসময় https ব্যবহার করে। আমরা সাধারনত ওয়েবসাইটের এড্রেসে দেখতে পাই http যার সম্পূর্ণ রূপ হচ্ছে Hyper Text Transfer Protocol. আর https হচ্ছে এই http এর secured রূপ। আশা করি বুঝতে পেরেছেন। যার কারনেই জিমেইলে আপনি আইপি খুজে পাবেন না। এখন যেই পদ্ধতিটির কথা আপনাদের বলব সেটি হচ্ছে প্রায় সব ধরনের ইমেইল এড্রেস (ইয়াহুমেইল, জিমেইল, এমএসএন ইত্যাদি) থেকে আইপি বের করার পদ্ধতি।
প্রথমেই http://readnotify.com সাইটটি খুলুন।
এরপর এখানে রেজিষ্ট্রেশন করুন।
এখন আপনি যার ইমেইল এড্রেস অনুসন্ধান করতে চান তার বরারব একটি মেইল লিখুন। এবার ইমেইল টু সেকশন এরিয়ায় লিখুন victim’semailid.rednotify.com
পাঠিয়ে দিন। যখন সে ইমেইলটি পড়বে তখন স্বয়ংক্রিয়ভাবে আপনার রিডনোটিফাই একাউন্টে তার আইপি চলে আসবে। আসলে রিডনোটিফাই একটি স্বয়ংক্রিয় লুকানো ছবি আপনার ইমেইলের সাথে ঐ ব্যাক্তি বরাবর পাঠিয়ে দেয়। যার ফলে আপনি তার আইপি পেয়ে যান। পদ্ধতিটি খুব কাজের।

অবস্থান অনুসন্ধান :

আমরা তো আইপি পেলাম এবার দেখব কিভাবে ঐ ব্যাক্তির অবস্থান সম্পর্কে জানা যায়। অর্থাৎ ব্যাক্তিটি কোন দেশের কোন শহরে আছে তা জানা।
প্রথমেই http://www.ip2location.com সাইটটি খুলুন।
এই সাইটটির খালি ঘরে আপনার কাঙ্খিত আইপি এড্রেসটি বসিয়ে দিন আর মজা দেখুন।
আপনি যার সাথে চ্যাটিং করছেন তার অবস্থান জানা :
আপনি যার সাথে চ্যাটিং করছেন তাকে তার আইপি সম্বন্ধে জিগ্যেস করুন। সে বললে তো বলতে হবে আপনার ভাগ্য সুপ্রসন্ন। আর না বললে কি করবেন? একটু অপেক্ষা করুন বলছি।
এখানে একটি ব্যাপার উল্লেখ করার মত আর তা হচ্ছে আগে আমরা একটি কমান্ডের সাথে পরিচিত হয়েছিলাম। netstat -n এর কথা মনে আছে? হ্যা এই কমান্ডটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি ইন্টারনেটে যতগুলো কানেকশনের সাথে যুক্ত আছেন ঠিক ততগুলোর তথ্যই এই কমান্ডটির মাধ্যমে পাওয়া যাবে। আরেকটু ভেঙ্গে বলছি। ধরুন, মনে করুন আপনি ফেসবুকে,জিমেইলে এবং টেকটিউনসে একই সঙ্গে প্রবেশ করে আছেন। উপরের কমান্ডটি এই তিনটি সার্ভার সম্পর্কেই আপনার কাছে তথ্য সাপ্লাই করবে। বর্তমানে ইন্টারনেটে এক এক ব্যাক্তি চ্যাটিং এর এক এক পন্থা ব্যবহার করে। যেমন : ICQ Messenger, MSN Messenger, Yahoo Messenger, Gtalk, Meebo, Gigsby, AIM ইত্যাদি। তাহলে বুঝুন কতটুকু ঝামেলার কাজ করতে যাচ্ছেন আপনি? আর এ কারনেই নিচে ধাপে ধাপে কয়েকটি ক্ষেত্র দেয়া হল। লক্ষ করুন।

ক্ষেত্র-১

যদি আপনি ICQ Messenger এ চ্যাট করেন আর সেখানের কারও অবস্থান জানতে চান তাহলে এ পদ্ধতিটি কাজে লাগান। ICQ Messenger এর কাজ করার ধরন হচ্ছে (আপনি->আপনার বন্ধু->আপনি) এইভাবে। তাই কারও আইপি সংগ্রহ করা এক্ষেত্রে খুব সহজ কাজ। মনে করুন আপনি কারও আইপি জানতে চাচ্ছেন তাহলে তাকে হিট করুন কিন্তু চ্যাটিং শুরু করবেন না। এবার Start->Run->cmd->netstat -n
এন্টার দিন। যে আইপিগুলো আসবে তা কোন রাফ কাগজে লিখে রাখুন। এবার আপনি তার সাথে চ্যাটিং আরম্ভ করুন। আবার Start->Run->cmd->netstat -n
এন্টার দিন। এবার আপনি সেখানে নতুন একটি আইপি দেখতে পাবেন। আর এই ব্যাক্তির সাথেই আপনি এখন চ্যাটিং এ ব্যাস্ত। এবার কিভাবে তার অবস্থান বের করবেন তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না।
hacking হ্যাকিং লার্নিং :: আইপি এড্রেস অনুসন্ধান করা এবং চ্যাটিংকৃত
 ব্যাক্তির অবস্থান জানা [অধ্যায় ৪] | Techtunes

ক্ষেত্র-২

.::: Yahoo Messenger, MSN Messenger, GTalk Messenger এর ক্ষেত্রে :::.
উপরোক্ত মেসেন্জারগুলোর কাজ করার ধরন হচ্ছে (আপনি-মেসেন্জারের সার্ভার-আপনার বন্ধু) এইভাবে। এখানে যদি আপনি ক্ষেত্র-১ এর পদ্ধতি কাজে লাগান তাহলে আপনি মেসেন্জারের আইপি পাবেন, ব্যাক্তির না। এইক্ষেত্রে আপনি চালাতে পারেন সোস্যাল ইন্জিনিয়ারিং। যদিও এটা নিয়ে পরবর্তী অধ্যায়ে আলোচনা হবে তথাপি এখানে কিছু পরিচিতি দেয়া হচ্ছে। সোস্যাল ইন্জিনিয়ারিং হচ্ছে কাউকে বোকা বানিয়ে তাকে হ্যাকিং করা। আর এই মেসেন্জারের ক্ষেত্রে (মনে রাখবেন অধিকাংশ মেসেন্জারই এই কাজটি করে থাকে) আপনি আপনার সাথে চ্যাটিংকৃত ব্যাক্তিটিকে বলুন আপনার কাছে কোন ফাইল পাঠাতে বা তাকে আপনি কিছু পাঠাতে পারেন, সেটা হতে পারে কোন ছবি বা আপনার ছবি। যদি সে রাজি হয় তাহলে ক্ষেত্র-১ এর পদ্ধতি চালিয়ে যান। যখন আপনি তার সাথে চ্যাটিং করবেন তখন আপনি অতিরিক্ত যে আইপি এড্রেসটি দেখতে পাবেন সেটি হচ্ছে মেসেন্জারের আইপি আর যখন সে আপনার কাছে কোন কিছু পাঠাবে তখন আরেকটি নতুন আইপি দেখতে পাবেন, সেটি হচ্ছে তার আইপি। এছাড়াও আরও একটি উপায় আছে তা হল, আপনি তাকে আপনার কাছে একটি মেইল পাঠাতে বলতে পারেন। যখনই সে মেইল পাঠাবে আপনি রিডনোটিফাই পদ্ধতি চালিয়ে যান যা আগে বলা হয়েছে। কোন প্রশ্ন?

ক্ষেত্র-৩

.::: Meebo, Gigsby, Trillion ইত্যাদি মাল্টি চ্যাটিং ইন্জিনের ক্ষেত্রে :::.
এক্ষেত্রে কোন পদ্ধতি নেই। শুধু এতটুকুই করা যায় তা হল আপনি বলতে পারেন আপনাকে মেইল করতে আর আপনি রিডনোটিফাই পদ্ধতি চালাতে পারেন। আসলে কারও আইপি পাওয়া তেমন কঠিন কাজ নয় আর এটা তেমন বড় ধরনের কাজও নয়। আইপি এড্রেসের ব্যাপারে বলতে গেলে অনেক কথা বলতে হয়। আইপি এড্রেস রয়েছে বিভিন্ন ধরনের। আবার সেখানে সাবনেট আইডি এবং হোস্ট আইডি নামক ব্যাপার রয়েছে। এছাড়াও আপনি একটি ওয়েবসাইট শুধু আইপি এড্রেস লিখেই প্রবেশ করতে পারেন যদিও সেখানে হেক্সা ট্রান্সফার এবং কোস্ট্রা ট্রান্সফার নামক ব্যাপার থেকেই যায়। কিন্তু বিশ্বাস করুন এতকিছু এখন আর আপনার করা লাগবে না। আপনি শুধুমাত্র একটি কমান্ডের সাহায্যেই আপনার আইপির নারিনক্ষত্র বের করতে পারবেন। পদ্ধতিটি অনুসরন করুন।
Start->Run->cmd->ipconfig/all
এন্টার চাপুন। সকল তথ্য এখন আপনার সামনে চলে আসবে। এছাড়াও inconfig/series কমান্ডটিও ব্যবহার করা যায় তবে netstat -n এটিই প্রসিদ্ধ।
আজ এ পযর্ন্তই। পরবর্তী অধ্যায়ে আমরা আরও ভালো কিছু দিতে পারব বলে আশা রাখছি। দোয়া দরখাস্ত। আল্লাহ হাফিজ।

এখন থেকে হ্যাকিং বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়াল আপনারা Hacking Class by www.mahedi.info ট্যাগে পাবেন।

নেটওয়্যার্রকিং এ ক্যারিয়ার করতে আগ্রহী, শুধু তাদের জন্য(সিসিএনএ)

সিসিএনএ পরীক্ষার তথ্য
পরীক্ষার সময় : ৯০ মিনিট
প্রশ্ন : ৫০-৫৩ টি
নাম্বার : ১০০0
পাশের জন্য লাগবে : ৮৫০
খরচ :৩০০$
পরীক্ষার জন্য যে বিষয়গুলোর উপর বেশি নজর দিতে হবে:
১) নেটওয়ার্ক পরিচিতি
  • নেটওয়ার্ক কি?
  • নেটওয়ার্কের প্রকারভেদ
  • টপোলজি
  • ক্যাবল
  • ওয়্যারলেস মিডিয়া
  • রিপিটার
  • ব্রিজ
  • হাব
  • সুইজ
  • রাউটার
  • গেটওয়ে
২) টিসিপি /আইপি পরিচিতি
  • বেসিক ধারনা
  • আইপি ক্লাস
  • প্রাইভেট আইপি
  • পাবলিক আইপি
৩) সাবনেটিং
4)  VLAN
৫) রাউটিং
  • স্ট্যাটিক রাউটিং
  • ডাইনামিক রাউটিং
  • RIP
  • IGRP
  • EIGRP
  • OSPF
৬) নেটওর্য়াক নিরাপত্তা
  • ACL
  • NAT
  • SSL
  • VPN
৭) ওয়্যারলেস

SQL Injection (ওয়েবসাইট হ্যাক)

SQL Injection (ওয়েবসাইট হ্যাক)

 আজকাল cyber security যেমন শক্ত হয়ে যাচ্ছে, এর পাশাপাশি হ্যাকিংও  অনেক ক্ষেত্রে advance ও সহজ হয়ে যাচ্ছে। এক সময় ওয়েবসাইট manually "SQL injection" করে হ্যাক করা ছিল সময় শাপেক্ষ আর শুধু মাত্র দক্ষ হ্যাকাররা করতে পারতো। কিন্তু Havij এর মত কিছু tool গুলোর মাধ্যমে এটা এখন একেবারে সহজ হয়ে গেছে। এখন পাঁচ বছর বয়সের একটা বাচ্চাও (কথার কথা )  Havij দিয়ে SQL Injection করতে পারবে।যাইহোক, এখন আগে এখান থেকে  http://dl.dropbox.com/u/23825757/Havij%201.14.rar Havij 1.14 ডাউনলোড করে নিন। এটা ক্র্যাক করা আছে তাই আপনাকে এটা ইন্সটল করতে হবে না, সরাসরি ব্যাবহার করতে পারবেন।
Havij দিয়ে  কিভাবে SQL Injection করা যায় তা এখন বলছি।
তার আগে আপনাকে বের করে নিতে হবে কোন কোন ওয়েবসাইট গুলো SQL Injection এর জন্য  vulnerable। এর জন্য আপনাকে Google Dork ব্যাবহার করে দেখে নিতে হবে যে কোন ওয়েবসাইট গুলো এর শিকার হতে পারে। নিচে আমি কিছু  Dorks দিয়ে দিচ্ছি যেগুলা আপনারা Google search এ কপি পেস্ট করে বের করে দেখতে পারবেন যে কোনগুলো vulnerable.
  • inurl:index.php?id=
  • inurl:trainers.php?id=
  • inurl:buy.php?category=
  • inurl:article.php?ID=
ওপরের dork গুলোর যেকোনো একটা ব্যাবহার করে দেখবেন যে হাজার হাজার ওয়েবসাইট Google search machine এ দেখাচ্ছে। এই ওয়েবসাইট গুলোর যেকোনো একটা SQL Injection er জন্য vulnerable হতে পারে। তবে কোনটা vulnerable ওয়েবসাইট এবং ওয়েবসাইট টি হ্যাক করার ক্ষেত্রে আপনি কতদুর যেতে পারবেন তা এই টুলটা সবই আপনাকে বলে দিবে। আপনাকে ওখান থেকে বের করা যেকোনো একটা ওয়েবসাইটকে সিলেক্ট করে ওই ওয়েবসাইট এর dork সহ কপি করে Havij এ যেই  Target অপশন আছে  সেখানে পেস্ট করে Analyze button এ ক্লিক করতে হবে। ধরুন যদি সার্চ করে পাওয়া ওয়েবসাইট যদি   http://www.target.com হয় তাহলে তারপাশে ওই Dork টি সহ পুরা ওয়েবসাইট  (http://www.target.com/inurl:index.php?id=) কপি করে Havij এ Target অপশন এ গিয়ে পেস্ট করে Analyze করতে হবে। এরপর কি কি করতে হবে তা এই ভিডিও tutorial তা দেখে সহজে বুঝতে পারবেন। যারা English এ দুর্বল তাদেরও কোন সমস্যা হবে না,  শুধু যা যা করে এখানে করে দেখানো হচ্ছে, তা অনুসরণ করলেই হবে। ভিডিও টির লিংক দিয়ে দিচ্ছি।

তবে শুধু ব্লগ আর ফোরাম এর tutorial পড়ে ভালো হ্যাকার হওয়া যায় না, আপনাকে হ্যাকিং এর উপর অনেক বই ও পরতে হবে। যাইহোক, যদি কেউ SQL Injection সম্পর্কে যদি দক্ষ হ্যাকারদের মত করে জানতে চান তাহলে এই বইটি ডাউনলোড করতে পারেন।
http://dl.dropbox.com/u/23825757/SQL_Injection_Attacks_and_Defense_2009_.pdf

আইপি এড্রেস কি?

আইপি এড্রেস কি?

আইপি এড্রেস(IP Address) এর সম্পূর্ন ইংরেজী রূপ হচ্ছে Internet Protocol Address. ভার্চুয়াল জগৎ থেকে আপনি যে তথ্য নিচ্ছেন তার উপর ভিত্তি করে আইপি এড্রেস হচ্ছে একটি অদ্বিতীয় এড্রেস। অর্থাৎ আপনি যে আইপি এড্রেসটির মালিক তা আর কারও কাছে নেই। আপনার ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এই আইপি এড্রেস এর মাধ্যমেই অবগত থাকেন, তিনি আপনার কাছে যে তথ্য পাঠাচ্ছেন এবং আপনি তা যথাযথভাবে পাচ্ছেন।

আপনার নিজের আইপি এড্রেস দেখা :

  • প্রথমে Start->Run->খালি ঘরে লিখুন cmd
  • এবার কী-বোর্ড থেকে এন্টার চাপুন।
  • একটি কমান্ড এরিয়া দেখতে পাবেন। সেখানে লিখুন netstat -n
  • এন্টার চাপুন। একটি লিস্ট আপনার সামনে আসবে। লোকাল এড্রেসের দিকে খেয়াল করুন। যেটি প্রথমে আসবে সেটিই আপনার আইপি এড্রেস।
দ্বিতীয় নিয়ম : আপনার ব্রাউজারের এড্রেস বারে লিখুন www.whatismyip.com
একটি ওয়েবসাইট খুলবে। সেখানেই বড় অক্ষরে আপনি আপনার বর্তমান আইপি দেখতে পাবেন। নিচের লিস্টটি মনে রাখুন। পরবর্তীতে কাজে লাগবে।
ftp—->21
smtp—>25
dns—->53
http—>80
https—->81
pop3—->110
telnet—>23
নাম্বারগুলো হচ্ছে পোর্ট নাম্বার। এ সম্পর্কে পরে কোন এক সময় আলোচনা করা হবে।
 হ্যাকিং লার্নিং :: আইপি(IP) এড্রেস কি? এর বিতর্কিত ব্যবহার   
বিস্তারিত [অধ্যায় ৩] | Techtunes

কোন ওয়েবসাইটের আইপি বের করার নিয়ম :

যদি আপনি কোন ওয়েবসাইট বা কোন ব্যক্তির একাউন্ট বা তার পিসি হ্যাক করবেন তাহলে সবর্প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে তার আইপি এড্রেস সংগ্রহ করা। যতক্ষন পযর্ন্ত না আপনি তার আইপি এড্রেস বের করতে পারছেন ততক্ষন পযর্ন্ত আপনি তার কি ই বা করতে পারবেন? এখন আপনাদের দেখাচ্ছি যেভাবে কোন ওয়েবসাইটের আইপি এড্রেস বের করবেন।
  • প্রথমে Start->Run->খালি ঘরে লিখুন cmd
  • এবার কী-বোর্ড থেকে এন্টার চাপুন।
  • একটি কমান্ড এরিয়া দেখতে পাবেন। সেখানে লিখুন tracert websitename
  • এন্টার চাপুন। এখন কিছু তথ্য স্বয়ংক্রিয়ভাবে আপনার সামনে আসবে।
আপনি সেখানে নীল রংয়ের কিছু লেখা দেখতে পাবেন। আপনি সেখানেই আপনার কাঙ্খিত আইপি এড্রেসিট দেখতে পাবেন। নীল লেখাগুলোর প্রথম লাইনেই আপনি আইপিটি দেখতে পাবেন। দ্বিতীয় লাইন সহ এভাবে সবোর্চ্চ ৩০টি হুপ দেখতে পাবেন।

হুপের ব্যাখ্যা :

যখন আপনি কোন ওয়েবসাইটে প্রবেশের চেষ্ঠা করেন তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে কিছু তথ্য সেই ওয়েবসাইটের কাছে প্রেরন করেন যার প্রতিউত্তরে সেই ওয়েবসাইটটিও আপনার কাছে কিছু তথ্য প্রেরন করে (যার ফলাফল স্বরূপ আপনি ওয়েবসাইটটিকে দেখতে পান)।এই প্রক্রিয়াটি চলতেই থাকে। মনে করুন আপনি কমান্ড এরিয়ায় লিখলেন tracert yahoo.com
তখন আপনার এই তথ্যের প্যাকেজটি গুগলের সার্ভারে (যেখানে তথ্য জমা থাকে) যাবে।গুগলও আপনাকে এর প্রতিউত্তর পাঠাবে। যেহেতু গুগল একটি বড় সাইট সেহেতু এর অনেকগুলো সার্ভার রয়েছে। সুতরাং প্রতিউত্তরগুলো সেসকল সার্ভার থেকেই আসে। এবার আপনি আপনার কমান্ড এরিয়ায় লক্ষ করুন সেখানে সবোর্চ্চ ৩০টির মত আইপি হুপ রয়েছে। এতগুলো আসার মানে হচ্ছে, গুগল তার যতগুলো সার্ভার থেকে আপনার কাছে তথ্য প্রেরন করছে সেই সার্ভারগুলোর আইপি হুপই আপনি দেখতে পাচ্ছেন।
কমান্ড এরিয়ায় আপনি * ধরনের কিছু চিন্হ দেখতে পাবেন। এর মানে হচ্ছে এই যে সে স্থানগুলোতে ফায়ারওয়াল স্থাপন করা রয়েছে যাতে করে যে কেউ সহজে আক্রমন করতে না পারে।

সাধারন ভূল-ধারনা :

google hacking kHEax 48 হ্যাকিং লার্নিং :: আইপি(IP) এড্রেস কি? এর 
বিতর্কিত ব্যবহার   বিস্তারিত [অধ্যায় ৩] | Techtunes
অনেকেই আছেন যারা মনে করেন যে ইন্টারনেট থেকে কোন উচ্চক্ষমতা সম্পন্ন স্পশর্কাতর তথ্য বা তথ্যাদি দেখা বা জানা যায় না। আসলে এটি ভূল ধারনা। মনে করুন ইন্টারনেটে অনেকেই হটফাইল বা রেপিডশেয়ারের প্রিমিয়াম একাউন্ট দেয়, যা থেকে আপনি উপকৃত হন। কিন্তু সমস্যা হচ্ছে আপনি জানেন না এই একাউন্ট কোথা থেকে দেয়া হয়েছে? আপনি ইচ্ছে করলেই এসব তথ্য জানতে পারেন।
যখন আপনি কমান্ড এরিয়ায় কোন ওয়েবসাইটের বিপরীতে nslookup লিখে এন্টার দিবেন তখন হয়ত এরকম লেখাও আসতে পারে যে You are now authentized to this route.
এ রকম কিছু লেখা দেখলেই আপনি বুঝে নেবেন যে, ওই ওয়েবসাইটে স্পশর্কাতর তথ্য রয়েছে। ওই ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানতে আপনি নিচের ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারেন।
ঐ সকল ওয়েবসাইটে শুধুমাত্র ওয়েবসাইটটির নাম দিয়েই আপনি এর আইপি, স্থান, মালিকের নাম, কবে কেনা হয়েছে, মেয়াদ কত দিনের, দৈনিক ভিজিটর সংখ্যা, নেম সার্ভার ইত্যাদি বিভিন্ন তথ্য জানতে পারবেন। তথ্য জোগাড় করা একজন হ্যাকারের প্রাথমিক কাজ। এটি না করলে আপনি কিছুই করতে পারবেন না। আশা করছি আপনারা কোন ওয়েবসাইটের ব্যাপারে প্রাথমিক তদন্তের কাজটি যথাযথভাবে করতে পারবেন। এতক্ষন আপনারা যা শিখলেন তা হচ্ছে শুধুমাত্র ওয়েবসাইট কেন্দ্রিক। পরবর্তী অধ্যায়ে আপনাদেরকে জানাব কিভাবে কোন ব্যাক্তিকে ট্রেস করবেন। সে পযর্ন্ত ভালো থাকুন।

এখন থেকে হ্যাকিং বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়াল আপনারা Hacking Class by www.mahedi.info ট্যাগে পাবেন।

রবিবার, ২২ মে, ২০১১

আনুমতি ছাড়া আর কেউ কম্পিউটারের ইউ এস বি পোর্ট কোন কাজে ব্যবহার করতে পারবে না! আপনার নিরাপত্তা আপনি নিশ্চিত করুন

আনেক দিন পর আবার সময় পেলাম টিউন করার। কেমন আসেন সবাই? আশা করি ভালো। আজকে যে প্রোগ্রামের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব তা শুধুই শিক্ষার উদ্দেশ্যে।এটি আসলে একটি ছোট সি প্রোগ্রাম। এটি রান করলে আপনার পিসি এর ইউ এস বি পোর্ট আকেজো হয়ে যাবে। ভয় পাবার কিছু নেই, আপনি চাইলেই আবার এক্টিভ করে নিতে পারবেন আপনার ইউ এস বি পোর্ট। আকেজো অবস্থায় কোনো পেন্ড্রাইভ আর ডিটেক্ট করবে না আপনার পিসি। তাই, এটি আপনি আপনার পিসি এর নিরাপত্তার কাজে ব্যবহার করতে পারেন। আপনার অনুমতি ছাড়া কেউ আপনার পিসিতে কোন পেন্ড্রাইভ ব্যবহার করতে পারবে না।
এজন্য আপনার লাগবে শুধু সি কম্পাইলার
ধাপ সমূহঃ
১. সি কম্পাইলার ইন্সটল করুন।
২. নিচের কোড ২টি কম্পাইল করে রান করুন।
Block: (without " ")
"#include
void main()
{
system("reg add HKEY_LOCAL_MACHINE\\SYSTEM\\CurrentControlSet\\Services\\USBSTOR \/v Start \/t REG_DWORD \/d 4 \/f");
}"
Unblock:(without " ")
"#include
void main()
{
system("reg add HKEY_LOCAL_MACHINE\\SYSTEM\\CurrentControlSet\\Services\\USBSTOR \/v Start \/t REG_DWORD \/d 3 \/f");
}"
৩. ব্যস, আপনার পিসি এখন নিরাপদ।

আনুমতি ছাড়া আর কেউ কম্পিউটারের ইউ এস বি পোর্ট কোন কাজে ব্যবহার করতে পারবে না! আপনার নিরাপত্তা আপনি নিশ্চিত করুন

আনেক দিন পর আবার সময় পেলাম টিউন করার। কেমন আসেন সবাই? আশা করি ভালো। আজকে যে প্রোগ্রামের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব তা শুধুই শিক্ষার উদ্দেশ্যে।এটি আসলে একটি ছোট সি প্রোগ্রাম। এটি রান করলে আপনার পিসি এর ইউ এস বি পোর্ট আকেজো হয়ে যাবে। ভয় পাবার কিছু নেই, আপনি চাইলেই আবার এক্টিভ করে নিতে পারবেন আপনার ইউ এস বি পোর্ট। আকেজো অবস্থায় কোনো পেন্ড্রাইভ আর ডিটেক্ট করবে না আপনার পিসি। তাই, এটি আপনি আপনার পিসি এর নিরাপত্তার কাজে ব্যবহার করতে পারেন। আপনার অনুমতি ছাড়া কেউ আপনার পিসিতে কোন পেন্ড্রাইভ ব্যবহার করতে পারবে না।
এজন্য আপনার লাগবে শুধু সি কম্পাইলার
ধাপ সমূহঃ
১. সি কম্পাইলার ইন্সটল করুন।
২. নিচের কোড ২টি কম্পাইল করে রান করুন।
Block: (without " ")
"#include
void main()
{
system("reg add HKEY_LOCAL_MACHINE\\SYSTEM\\CurrentControlSet\\Services\\USBSTOR \/v Start \/t REG_DWORD \/d 4 \/f");
}"
Unblock:(without " ")
"#include
void main()
{
system("reg add HKEY_LOCAL_MACHINE\\SYSTEM\\CurrentControlSet\\Services\\USBSTOR \/v Start \/t REG_DWORD \/d 3 \/f");
}"
৩. ব্যস, আপনার পিসি এখন নিরাপদ।

সংখ্যার মজার খেলা

সংখ্যার মজার খেলা

সংখ্যা জিনিসটাই রহস্যময়। আমাদের চারপাশে যা কিছু আছে, তাতে সংখ্যার ছড়াছড়ি। এই সংখ্যা নিয়ে রয়েছে নানা রকম খেলা আর ধাঁধা। আসুন ছোট্ট কিছু খেলা/ধাঁধার সাথে পরিচিত হই।

খেলা/ধাঁধা – ১

আপনাকে যা করতে হবে তা হল ১ থেকে ৯ পর্যন্ত প্রতিটি সংখ্যা মাত্র ৩ বার ব্যবহার করে ফলাফল ৬ বানাতে হবে। অর্থাৎ,
1 ? 1? 1 = 6
প্রশ্নবোধক চিহ্নের জায়গায় (+, -, x, ÷, ইত্যাদি) বসাতে হবে। আসুন শুরু করি, সহজ দিয়ে শুরুঃ
2+2+2 = 6
দেখলেন কেমন সহজ। এবার বাকিগুলো চেষ্টা করুনঃ
1 ? 1? 1 = 6
3 ? 3? 3 = 6
4 ? 4? 4 = 6
5 ? 5? 5 = 6
6 ? 6? 6 = 6
7 ? 7? 7 = 6
8 ? 8? 8 = 6
9 ? 9? 9 = 6
ভয় পাবার কিছু নেই, বেশি কষ্ট হলে টিউনের নীচে উত্তর দেখে নিন

খেলা/ধাঁধা - ২

এটা মনে হয় কম-বেশি সবার জানাঃ
1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321

খেলা/ধাঁধা - ৩

142857 এমনই একটা সংখ্যা যাকে আপনি ১ থেকে ৬ যা দিয়েই গুন করুন না কেন, এর অংকগুলো একই থাকে, শুধু জায়গা পরিবর্তন করে। যেমনঃ
142857 x 1 = 142857
142857 x 2 = 285714
142857 x 3 = 428571
142857 x 4 = 571428
142857 x 4 = 714285
142857 x 6 = 857142

খেলা/ধাঁধা - ৪

৩ অংকের এমন একটি সংখ্যা নিন যার প্রথম অংকটির সাথে তৃতীয় অংকের পার্থক্য ১ থেকে বেশি। যেমন ৫২৭, ৩৪৬, ৮৯২ ইত্যাদি। মনে করলাম আমারটা ৩৩৫।
এবার এই সংখ্যাকে উল্টে দিন। [৫৩৩]
বড় সংখ্যা থেকে ছোটটি বাদ দিন। [৫৩৩ - ৩৩৫ = ১৯৮]
প্রাপ্ত ফলের সাথে তার উল্টো রূপটি যোগ করুন। [১৯৮+৮৯১ = ১০৮৯]
আপনি যে সংখ্যাই নিবেন এই চূড়ান্ত ফল কখনো ১০৮৯ ছাড়া অন্য কিছু হবে না।

খেলা/ধাঁধা - ৫

37037 এমনি একটি সংখ্যা যাকে প্রথমে ১ থেকে ৯ এর মধ্যে যে কোন সংখ্যা দিয়ে গুন করে প্রাপ্ত ফলকে ৩ দিয়ে গুন করলে চূড়ান্ত ফলের ডিজিটগুলো সব একই হয়।
যেমনঃ
[37037 x 4 = 148148]..... [148148 x 3 = 444444]
[37037 x 5 = 185185]..... [185185 x 3 = 555555]
মজার ব্যাপার না!
আর হ্যা, বলতে ভুলে গিয়েছিলাম - 111111111 কে 111111111 দিয়ে গুন করলে কি হয় জানেন তো। তাও বলে দিচ্ছি 12345678987654321

খেলা - ১ এর সমাধান

6+6 - 6 = 6
3x3 - 3 = 6
5÷5 + 5 = 6
-7÷7 + 7 = 6
√4+√4+√4 = 6
√9x√9 - √9 = 6
ঘন√8+ঘন√8+ঘন√8 = 6
(1+1+1)2 = 6
----------------------------------
কেমন লাগল? নতুন দুই-একটা পেলেন কি?

বৃহস্পতিবার, ১৯ মে, ২০১১

ছোট খাটো অংকের জাদু।



সবাইকে আমার টিউনে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটু অন্য ধরনের টিউন করবো। আশা করি সবার ভালো লাগবে।
ছোটখাটো গুন- ভাগের অংক গুলো আমরা তো সহজে নামতা পড়ে বলে ফেলি।
কিন্ত বড় বড় অংক গুলো কিভাবে সহজে করা যায় তার কয়েকটি নিয়ম দেখাবো-
তাহলে শুরু করি-
১। ২ অংকের যেকোন জোড় সংখাকে ৫১ দিয়ে গুণঃ-
যেমনঃ- ৫৪ X ৫১ = ২৭৫৪।
পদ্ধতিঃ ৫৪/২= ২৭, এটাকে বামে লিখে গুণক ৫৪ বসিয়ে দিলেই হল।
২। ২ অংকের যেকোন জোড় সংখাকে ৫১ দিয়ে গুণঃ-
যেমনঃ- ৫১ X ৪৩ = ২১৯৩।
পদ্ধতিঃ ৪৩/২= ২১ এবং ভাগশেষ- ১। তাই উত্তর বসানোর সময় ২১৪২+৫১ = ২১৯৩।
৩। ৪ দ্বারা বিভাজ্য এমন সংখ্যা দিয়ে ২৬ কে গুণঃ-
যেমনঃ- ২৬ X ৪৮ = ১২৪৮।
পদ্ধতিঃ ৪৮/৪= ১২, এটাকে বামে লিখে গুণক ৪৮ বসিয়ে দিলেই হল।
৪। ৪ দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যা দিয়ে ২৬ কে গুণঃ-
যেমনঃ- ২৬ X ৪৯ = ১২৭৪।
পদ্ধতিঃ ৪৯/৪= ১২ এবং ভাগশেষ- ১, তাই উত্তর বসানোর সময় ১২৪৯+২৬ = ১২৭৪।
৫। যেকোন সংখ্যাকে ২৫ দিয়ে গুণঃ-
যেমনঃ- ২৩৫৭২ X ২৫ = ৫৮৯৩০০।
পদ্ধতিঃ ২৩৫৭২/৪= ৫৮৯৩, এটাকে বামে লিখে ০০ বসিয়ে দিলেই হল।
যদি ৪ দ্বারা ভাগ না যায়  তাহলে  ভগশেষ গুণ ২৫, ০০ এর স্থানে বসালেই হবে

গণিত- একেবারে সহজ জিনিস একটু কঠিনভাবে

আজকে কথা বলব একটি বিখ্যাত(!)সূত্র নিয়ে

সূত্রটি হল
(a+b)^2=a^2+2ab+b^2!!!!!!!!!!!!!
এই সূত্রের নিয়মানুসারে (a+b)^3, (a+b)^4, ...................
বের করব....
শুরু করা যাক...............
(a+b)^2=a^2+2ab+b^2
আচ্ছা আমরা খেয়াল করলে দেখতে পারব a এর power ধীরে ধীরে কমছে R b এর power ধীরে ধীরে বাড়ছে।
তাহলে সহগ ছাড়া (a+b)^3 এর সূত্র হবে নিম্নরূপ
a^3+a^2 b+a b^2+b^3
তাহলে এই পর্যন্ত clear!!!!!
আশা করি (a+b)^4.... এভাবে যত খুশি পর্যন্ত বের করতে পারবেন।
এবার আসল কাজ সহগ কি হবে তা বের করা....
সূত্রটি আবার খেয়াল করি
(a+b)^2=a^2+2ab+b^2
প্রথম R শেষ পদের সহগ সবসময় 1 হবে। দেখ প্রথম পদের পরবর্তী পদগুলো কিভাবে বের করতে হয়..
যে পদের সহগ বের করতে হবে তার পূর্বের পদের a এর power এর সাথে তার সহগ গুন করে ঐ পদটি যত নম্বর পদ সেটি দিয়ে ভাগ করতে হয়। কঠিন হয়ে গেলো কি? কষ্ট করে আর একবার পড়ুন দেখবেন অনেক সহজ লাগছে আচ্ছা এবার একটি উদাহরন দেখি
(a+b)^4 প্রথমেই সহগ বাদ দিয়ে বাকিটুকু লিখে ফেলি
প্রথম পদটি হল a^4 তাহলে দ্বিতীয় পদের সহগটি হবে 4*1=4 তাকে1 দিয়ে ভাগ করলে হয় 4 তাহলে দ্বিতীয় পদের সহগ 4 সবশেষে 2য় পদটি দাড়ায় 4a^3 b অনূরূপভাবে তৃতীয় পদের সহগটি হবে 4*3=12 তাকে 2 দ্বারা ভাগ করলে হয় 6
সবশেষে 3য় পদটি দাড়ায় 6a^2 b^2 এভাবে শেষ পর্যন্ত..........দেখুনতো মিলল কিনা
(a+b)^4=a^4+4a^3 b+ 6 a^2 b^2+4 a b^3+ b^4
অবশ্য সবগুলো বের করার দরকার হয় না
প্রথম R শেষ পদের সহগ সমান একইভাবে 2য় পদ R শেষ পদের আগের পদের সহগ সমান ............
পুরো ব্যাপারটা কঠিন বলার আগে please একবার খাতা কলমে try করে দেখবেন........
সূত্রগুলো লেখার আরও অনেক process আছে যেমন Pascal এর ত্রিভুজ, Combination এর মাধ্যমে ইত্যাদি।
তবে আমার কাছে মনে হয় এটি apply করা ভালো। তার কারণটা আজ না হয় নাই বা বললাম এমনিই লেখাটা বড় হয়ে গেছে।

ও ভাল কথা (a+b)^2 এই সূত্রের সাহায্যে অনেক josh জিনিস করা যায় .....
পীথাগোরাসের উপপাদ্য 3 line এ proof করা যায়
পরে একদিন বলব

মঙ্গলবার, ১০ মে, ২০১১

“ফ্রী”জেনে নিন গ্রামীনফোন,বালালিংক,এয়ারটেল,সিটিসেল,টেলিটক,রবি-মোবাইল ইতিহাস ও বাংলাদেশের মোবাইল অপারেটরের সমস্ত চলমান সমাধান?

ফোনের উদ্ভাবক:

মোটোরোলা কোম্পানিতে কর্মরত ডঃ মার্টিন কুপারকে মোবাইল ফোনের উদ্ভাবকের মর্যাদা দেয়া হয়ে থাকে। তিনি ১৯৭৩ সালের এপ্রিলে প্রথম সফল ভাবে এই ফোনের মাধ্যমে কল করতে সক্ষম হন।

বাংলাদেশে টেলিকম কোম্পানী লিমিটেড এর একটি যৌথ প্রয়াস। বাংলাদেশে মোবাইল ফোন প্রথম চালু হয় ১৯৯৩ সালের এপ্রিল মাসে। Hutchison Bangladesh Telecom Limited (HBTL) ঢাকা শহরে AMPS মোবাইল প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন সেবা শুরু করে এবং ক্রমান্বয়ে সারাদেশে নেটওয়ার্ক বিস্তৃত করে। বর্তমানে দেশের ৬৪ টি জেলার মধ্যে মোবাইল ফোন সেবা প্রদানের জন্য অনুমোদিত ৬৪ টি জেলাতেই মোবাইল ফোন এর নেটওয়ার্ক রয়েছে।এছাড়াও মোবাইল অপারেটর গুলো এসএমএস, ভয়েস এসএমএস, এসএমএস পুশ-পুল সার্ভিস, ভিএমএস, ফ্যাক্স এবং ডাটা সার্ভিস, ওয়েলকাম টিউন, রিংব্যাক টোন, মিসড কল এলার্ট প্রভৃতি সেবা প্রদান করে থাকে।সম্প্রতি এটি তার গ্রাহকদের জন্য ইডিজিই বা এ্যাজ সেবা চালু করেছে যার ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষজনও ইন্টারনেটের পূর্ণাঙ্গ সুবিধা পাচ্ছে।

বর্তমানে বাংলাদেশে মোট ৬টি মোবাইল ফোন কোম্পানী রয়েছে। এদের মধ্যে ৫টি জি.এস.এম এবং একটি সি.ডি.এম এ প্রযুক্তির মোবাইল সেবা দিচ্ছে। মোবাইল কোম্পানীগুলো হল:

* সিটিসেল (সিডিএমএ)

* রবি (পূর্ব নাম একটেল)

* গ্রামীনফোন

* বাংলালিংক (সেবাওয়ার্ল্ডকে কিনে নেয়)

* টেলিটক

* এয়ারটেল (ওয়ারিদকে কিনে নেয়)


এখন আলাপ করা যাক-:

সমস্ত চলমান সমাধান (All mobile solution)

বিভাগ=1


ইন্টারনেট :
আপনার মোবাইলে সক্রিয় GPRS (বাংলাদেশের জন্য)

#আপনার চলমান ডিভাইস আপনাকেতে ইন্টারনেট ব্যবহার করতে আপনার চলমানে GPRS সক্রিয় করতে হবে।

Requirements:
১। একটি GPRS/EDGE mobile/PDA

২ সমর্থন করে একটি SIM (গ্রাহক পরিচয় মডিউল) একটি চলমান অপারেটর উদাঃ Grameen ফোন, Aktel, Banglalink, Teletalk অথবা Warid Telecomএর কার্ড।

৩। ন্যুনতম পরিমাণ।
Activation:

গ্রামীনফোন:
Wright এবং ৮০৮০তে তে এইটি পাঠান। PIN ১২৩৪এর সঙ্গে সমস্ত উত্তর এসএমএস সংরক্ষণ করুন। কিছু handsets SMS-based মানসমূহ সমর্থন করে না যেটি নিজে হাতে মানসমূহের মধ্য দিয়ে হ কনফিগার করেতে প্রয়োজন বোধ করে।
সহায়িকা WAP মানসমূহ:

Profile/Settings নাম = GP-WAP

APN (উপলব্ধি করা পয়েন্ট নাম) = gpwap

গেটওয়ে (প্রক্সি) আই.পি. = 10 128 1 2

গেটওয়ে (প্রক্সি) পোর্ট = ৮০৮০

হোমপেজ = এইচটিটিপি://wap.gpworld.com

ডেটা বাহক = GPRS

Manual Internet Settings:
Profile/Settings Name = GP-INTERNET
APN (Access Point Name) = gpinternet

রবি:
Robi GPRS মসলা হিসেবে পরিষেবা জানা হয়। আপনার GPRS সক্রিয় করতে দুই পদ্ধতি আছে (MMS এবং ইন্টারনেট চাকরি ও)।

1. Dail *140*7# or visit http://gprs.aktel.com/ and the follow the instructions.

or,

2. Type "*#06#" to see the IMMI number of your handset.
For example, let your IMMI no is 350143304709722. Write the first 8 digit down of your IMMI number e.g. 35014330.

Now go to your Message menu and write a sms as follows:
-> For WAP settings: wap 35014330
-> For MMS settings: mms 35014330
-> For Internet settings: web 35014330
and send* it to 8738

এয়ারটেল:
যদি আপনি প্রথম বার এইটি একটি handset কনফিগারেশন অনুরোধের জন্য আপনার চলমান ডিভাইসের দিকে Warid SIM সয়ংক্রিয়ভাবে ভিতরে ঢোকান তারপর চালু করণেন। যদি আপনি এইটি গ্রহণ করেন তারপর একটি ফ্ল্যাশ এসএমএস একটি অল্প মিনিটের মধ্যে উপস্থিত হবেন। মাত্র মুক্ত এবং আপনার চলমানে মানসমূহ সংরক্ষণ করুন। তারপর আপনার handset GPRS/EDGEএর জন্য সয়ংক্রিয়ভাবে কনফিগার করা হবে। ইন্টারনেট বিশ্ব এখন ব্রাউজ করেন।:)

If the automative sms does not arrive then,
-> Go to Warid Menu
-> Select Self Service
-> Select Multimedia Settings
-> Select Reset Settings
Then you are requested to send a sms. Select YES or Send.
You will soon receive a flash message with the handset settings and this must be saved in your handset by clicking on “YES”.

বাংলালিংক:

আপনাকে banglalink GPRSএর জন্য আপনার চলমান নিজহাতে কনফিগার করতে হবে। ১২১তে মাত্র ডাক দেয় এবং গ্রাহক যত্ন চাকরির একটি প্রতিনিধির সঙ্গে যোগাযোগ।

ইন্টারনেট মানসমূহ নিজহাতে:

বৃত্তান্ত নাম: blweb

APN: blweb

প্রোটোকল: http Wap

বৃত্তান্ত নাম: blwap

APN: blwap

Proxy/Gateway ঠিকানা: 10 10 55 34 অথবা 010 010 055 034

পোর্ট: ৮৭৯৯
Protocol: http

টেলিটক:

GPRS সক্রিয় করতে পরিষেবায়। 'reg' অথবা unl লেখুন [অসীম ব্যবহারের জন্য] এবং ১১১তে এসএমএস পাঠান। It’ll ৭২ ঘন্টার মধ্যে সক্রিয় করা হয় এবং আপনাকে ঘোষণা করা হবে। তারপর GPRS ব্যবহার করার জন্য আপনার চলমান handset কনফিগার করুন:

APN: wap (নিয়মিতের জন্য) অথবা gprsunl (অসীমের জন্য)

আই.পি.: 192 168 145 101

পোর্ট: ৯২০১

বিভাগ=2

#জিপি ইন্টারনেট মোডেমে অন্য একটি মোবাইল অপারেটর ইন্টারনেট Sim ব্যবহার করুন

আপনি জানেন যে GrameenPhone ইন্টারনেট মোডেম জিপি ইন্টারনেট মোডেমে অন্য একটি চলমান অপারেটর Sim ব্যবহার করতে জিপি ইন্টারনেট মোডেম, কিন্তু আজ আমি একটি নতুন পদ্ধতিতে ডিফল্ট জিপি ইন্টারনেট ব্যবহারটি অন্য একটি মোবাইল অপারেটর Simএর সঙ্গে মানসমূহ জন্য don`tন ব্যাখ্যা করে এবং Grameenphone ইন্টারনেট মোডেমে যেকোন চলমান অপারেটর ইন্টারনেট উপভোগ করুন। আসুন পরীক্ষা করি জিপি মোডেমে অন্য একটি মোবাইল অপারেটর Sim ব্যবহার করতে হয় কিভাবে।

Read more: http://techtunes.com.bd/mobileo/tune-id/65237/#ixzz1M4gnMgsI
আপনার পিসির সঙ্গে :

* Connect GP Internet Modem with your PC Then GP internet Modem Default Software will Open.
* Go To Tools -->Options-->Profile Management.
* By Default GP-INTERNET Profile name have been selected.
* Now Select New From Right Side panel.


Read more: http://techtunes.com.bd/mobileo/tune-id/65237/#ixzz1M4gtYa4w
* Robi ইন্টারনেটের জন্য.

Profile Name: Robi-INTERNET

APN Static/APN : internet Access

Number:*99***1# Now Enter your Robi Sim Then Select Profile Name Robi-INTERNET Then Click Connect From GP Modem software.

Read more: http://techtunes.com.bd/mobileo/tune-id/65237/#ixzz1M4gvgNj5
* এয়ারটেলইন্টারনেটের জন্য.

Profile Name: Warid-INTERNET

APN Static/APN : internet Access

Number:*99***1# Now Enter your Warid Sim Then Select Profile Name Warid-Internet Then Click Connect From Gp Modem software

Read more: http://techtunes.com.bd/mobileo/tune-id/65237/#ixzz1M4gyBDWV
* · Banglalink ইন্টারনেটের জন্য.

Profile Name: Banglalink-WEB

APN Static/APN : blweb Access

Number:*99***1#

Now Enter your Banglalink Sim Then Select Profile Name Banglalink-web Then Click Connect From Gp Modem software.

Read more: http://techtunes.com.bd/mobileo/tune-id/65237/#ixzz1M4h0vkDt
* · Banglalink ইন্টারনেটের জন্য.

Profile Name: Banglalink-WEB

APN Static/APN : blweb Access

Number:*99***1#

Now Enter your Banglalink Sim Then Select Profile Name Banglalink-web Then Click Connect From Gp Modem software.

Read more: http://techtunes.com.bd/mobileo/tune-id/65237/#ixzz1M4h0vkDt
* সিটিসেল

* All Citycell One, and Citycell One 85 subscribers can migrate to this new price plan by writing Y to 4567 SMS at free of cost.
* 60 sec. pulse applicable.
* Tk. 0.20 call setup charge is applicable for Citycell to Citycell, Citycell to other operator and FnF calls in first minute.
* Upon first successful recharge of Tk. 50 scratch card subscriber will receive Tk. 25 bonus talk time and 500 on-net free SMS with 5 days validity instantly. Rest Tk. 350 will be disbursed in 7 equal installments i.e. Tk. 50 upon recharge of Tk. 100 with 5 days validity each.
* All bonus talk time is usable for on-net calls only with Tk. 1.50/min + 15% VAT.
* 100 MB free data will be given on activation to all new connections only with 5 days validity. To activate this offer type 100 and send to 9666 (port charge free). Subscribers must require to activate this offer before subscribing to any other data plan.
* Free SMS can be checked through *887. Free data usage can be check by writing usage to 811.
* All permanently disconnected subscribers will avail the Citycell One new price plan only from the commercial date onwards.
* 15% VAT applicable in all tariff mentioned above.

Bonus features:

MOBIDATA / HUAWEI/ সোনি /GP এবং সমস্ত অন্যান্য মোডেম ইন্টারনেট মানসমূহ:

Profile name: A s you wish e.g. Marsus
Dial no: *99# or *99***1#
User name: Blank
Password: Blank
APN: See the apn list from above.

(For mobidata go settings>Connection profile>Add>New profile> ... That's all)

বিভাগ=3
Different operator Power menu(all info):

গ্রামীনফোন: *111#
রবি: *140#
বাংলালিং: *789#
এয়ারটেল: Airtel menu

বিভাগ=4


Account balance

Network Dial (For checking balance)
গ্রামীনফোন *566# [Prepaid]12115 [Postpaid]sms: 2000 [Postpaid]
বাংলালিংক *124#
এয়ারটেল *778#
রবি *222# or *222#1 or 222
টেলিটক *152#
সিটিসেল *8111


বিভাগ=5

সাহায্য(Helpline )

Network Dial
গ্রামীনফোন 121
বাংলালিংক 123
এয়ারটেল 787
রবি 123 or sms to 8123
টেলিটক 1234
সিটিসেল 121

বিভাগ=5

বন্ধু এবং পরিবার সংখ্যা (Friends and family numbers)


F&F Procedures:

গ্রামীনফোন:
Value added Features Services SMS Format Send to
F&F Activation 0171XXXXXXX0171XXXXXXX0171XXXXXXX 2888
Change Old No New No 2888
To View F&F or FnF 2888


F&F সংখ্যা প্রতি ৩০ দিন পরিবর্তন করা যাবে (হাসি, Djuice & Xplore.Subscribers)Postpaidএর জন্য প্রযোজ্য: ২৮০০

এয়ারটেল:

আপনার বন্ধু & পরিবার সংখ্যা যোগ করতে, আপনার handsetতে এয়ারটেল মেনু থেকে নিচে সহজ ধাপ মাত্র অনুসরণ করে:

• বন্ধু এন পরিবার মেনু নির্বাচন করে :To add an FnF number, select “Add a Number” and then enter your desired mobile number.

#আপনি একটি এসএমএস বিজ্ঞপ্তি confirming আপনার FnF শীঘ্রই সদ্যঃ গ্রহন করবেন যোগ করবেন।

#আপনার SIM জিনের ভেতরে FnF মেনু মুছে ফেলতে আপনাকে ও অনুমোদন করে, প্রতিস্থাপন করুন এবং FnF সংখ্যার আপনার তালিকা দেখুন, আপনার keypadএর একটি অল্প সহজ ক্লিকের মধ্য দিয়ে -

•একটি FnF সংখ্যা মুছে ফেলতে, “Delete একটি Number” এবং নির্বাচন করুন তারপর একটি FnF সংখ্যা প্রতিস্থাপন করতে চলমান সংখ্যা ।

• ঢোকান, “Replace একটি Number” এবং নির্বাচন করুন তারপর সমস্ত আপনার FnF সংখ্যা “List FnF Numbers” দেখতে চলমান সংখ্যা ।

• ঢোকান নির্বাচন করুন।
রবি:

১। ডায়াল *১৪০#, ‘FnF & Partner’ নির্বাচন করুন এবং নির্দেশাবলী তারপর ২ অনুসরণ করুন। ৮৩৬৩তে এসএমএস (৮fnf) অনুসরণ করে হিসেব:
To SMS Format Example
Add FnF numbers addFnF numbers
**(if you want to enter multiple numbers leave space between them) add 018xxxxxxxx 017xxxxxxxx 019xxxxxxxx
Add Partner number PPartner Number P 018xxxxxxxx
Delete FnF and Partner number delnumber to be deleted del 018xxxxxxxx
To see current FnF and Partner list and status FnF
To know about the whole process Help

Notes: · ৩ সংখ্যার সর্বোচ্চ FnF থেকে ১ এসএমএস • সর্বোচ্চ ১ সংখ্যার সঙ্গে সঙ্গী হিসেবে ১ এসএমএস • সর্বোচ্চ ১ সংখ্যার সঙ্গে FnF হিসেবে মুছে ফেলা হয় যোগ করা হয় যোগ করা যাবে এবং ১ এসএমএসের সঙ্গে সঙ্গী তালিকা প্রত্যেক FnF •চ্ছে & সঙ্গী সংখ্যা ১৫days • এসএমএস আধান প্রযোজ্যের পরে পরিবর্তন করা যাবে।

বাংলালিংক:
*789#

টেলিটক:

Prepaid:
Write ADD 0155XXXXXXX 02XXXXXX 017XXXXXXXX and send SMS to 363.
Postpaid:

FADD 0155XXXXXXX 0155XXXXXXX 0155XXXXXXX 0155XXXXXXX 0155XXXXXXX and send SMS to 363.


বিভাগ=6

গ্রাহক সম্পর্ক আধিকারিকের সঙ্গে যোগাযোগ (insta.service)

গ্রামীনফোন:

ইমেল:insta.service@grameenphone.com

ওয়েব: http://www.grameenphone.com
Direct Chat: https://ic-web.grameenphone.com/
ফোন সংখ্যা:01710000600
একই simএর সঙ্গে চলমান থেকে:121
যেকোন ফোন থেকে: 9882990
Fax: 9882948

বাংলালিংক:

ইমেল: info@banglainkgsm.com
ওয়েব:http://www.banglainkgsm.com
ফোন সংখ্যা: ০১৯১১ ৩০৪১২১
একই simএর সঙ্গে থেকে: ১২১
যেকোন ফোন থেকে: +৮৮০১৯১৩১০৯০০-৯০১
Fax: 089888370-1


এয়ারটেল:
ইমেল:customerserice@bd.airtel.com
ওয়েব: http://www.bd.airtel.com
ফোন সংখ্যা:8801678600786
একই simএর সঙ্গে থেকে: 786
যেকোন ফোন থেকে: +8801678600786
রবি:
ইমেল: 123@robi.com.bd
ওয়েব: www.robi.com.bd
ফোন সংখ্যা:01819 400400
একই simএর সঙ্গে থেকে: 121
যেকোন ফোন থেকে:+8801819234329-01819234333
Fax to +88 02 8832503 ,

টেলিটক:
ওয়েব: www.teletalk.com.bd
ফোন সংখ্যা: 9882585-ext-333 0155-0157750/60
Recharge কার্ড:
Dial *151*13 digit PIN #
সিটিসেল:
ওয়েব: www.citycell.com
ফোন সংখ্যা: 011 99 121 121



সোমবার, ৯ মে, ২০১১

উইন্ডোজের ফাইল নষ্ট হলে কি করবেন??

 উইন্ডোজের ফাইল নষ্ট হলে ki korben?
অনেক সময় উইন্ডোজের অপারেটিং সিস্টেমের .dll (ডাইন্যামিক লিঙ্ক লাইব্রেরি) বা .sys (সিস্টেম) ফাইল নষ্ট হলে বা মুছে গেলে উইন্ডোজ চালুই হতে পারে না।
এসব ফাইল সাধারনত WINDOWS\system32 এবং WINDOWS\system32\ drivers ফোল্ডার এ থাকে।
সেক্ষেত্রে উইন্ডোজ চালু করলে কাল পর্দায় নষ্ট হওয়া ফাইলের নাম এবং সেটির অবস্থান দেখায় এবং উইন্ডোজ মেরামত (রিপেয়ার) করার পরামর্শ দেয়। এ অবস্থায় ব্যবহারকারীদের উইন্ডোজ নতুন করে ইন্সটল করা বা মেরামত করা ছাড়া অন্য কোন পথ থাকে না। কিন্তু ব্যবহারকারীদের কাছে যদি উইন্ডোজ এক্সপির লাইভ সিডি থাকে তাহলে নষ্ট /মুছে যাওয়া ফাইলটি পুনঃস্থাপন করলেই হবে।
উইন্ডোজ এক্সপির লাইভ সিডি সহজেই তৈরি করা যায়।
উইন্ডোজ এক্সপির লাইভ সিডি তৈরি করার পদ্ধতি পাবেন নিচের লিঙ্কে.....
www.shamokaldarpon.com/?p=675
এবার উইন্ডোজ এক্সপির লাইভ সিডি দিয়ে কম্পিউটার চালু করুন এবং সিডি ড্রাইভ থেকে 0386 ফোল্ডার এ যান, যা সাধারন উইন্ডোজ এক্সপির WINDOWS ফোল্ডার। এবার প্রয়োজনীয় ফাইল কপি করে মুল উইন্ডোজের ফোল্ডার এ প্রতিস্থাপন করে কম্পিউটার আবার চালু (রিস্টার্ট) করুন। এবার দেখুন উইন্ডোজ স্বাভাবিকভাবে চালু হচ্ছে।
ভাল লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ।

শনিবার, ৭ মে, ২০১১

আসুন ফিরিয়ে আনি Folder option, Task manager,Hidden files সহ আরও অনেক কিছু

ম্পিউটার ছাড়া আমাদের দৈনন্দিন জীবন প্রায় আচল হয়ে পড়ে। সেই কম্পিউটার যদি আপনার কথা না মত কাজ না করে তবে কেমন লাগে??
তবে এবার থেকে আর আপনার কম্পিউটার আপনাকে আর বিরক্ত করবে না যদি আপনার কাছে Computer Doctor ফাইল টি থাকে ।আমি আপনাদের প্রয়োজনে সফটওয়্যার টি বানালাম।আশাকরি সবার কাজে লাগবে।
আসুন জানা যাক এটি আমাদের কি উপকারে আসে?
Computer Tools দিয়ে আপনি যে কাজ করতে পারবেন তা হল:
  • Task manage এনাবল করা
  • registry editor এনাবল করা
  • hidden files এনাবল করা
  • folder option এনাবল করা
  • system properties এনাবল করা
  • manage option এনাবল করা
  • run box এনাবল করা
  • user account এনাবল করা
  • control panel এনাবল করা
  • user account এনাবল করা
এবং আরও অনেক কিছু।
***** ডাউনলোড লিঙ্ক ********http://simantoromel.ucoz.com/software/Tools.zip

ভাইরাস নিয়ে ভাবনা? আর না আর না । কম্পিউটার কে এবার সাজাবো মনের মত করে.

কম্পিউটারে ভাইরাস আর না আর না
এসে গেল registry file
আর নেই ভাবনা ।।
হ্যা ভাই ।আজ আমি ভাইরাসের সাথে যুদ্ধে জয়ী হবার পদ্ধতি শিখাবো । আর এ জন্য আপনার হাতিয়ার হিসাবে লাগবে registry file.
তবে ভাইরাস আমাদের এই হাতিয়ার কেড়ে নেয় । এই registry file অনেক সময় disable থাকে। তাই আগে আমাদের registry file এক্টিভ করে নিতে হবে। এর জন্য এখানে ক্লিক করে ফাইল টি ডাউনলোড করে নিন.
এটি আপনার কম্পিউটার এ নিম্নোক্ত ফাইল গুলি enable করবে :
1.Registry file
2.Task manager
3.MSCONFIG

ডাউনলোড হলে unzip করে xp_emergencyutil.exe ফাইল টি ডাবল ক্লিক করুন ।
create copies এ ক্লিক করুন ।
ব্যাস হয়ে গেল task manager & registry file এনাবল করা ।
এবার আসুন আসল যুদ্ধে নামা যাক ।
1. FOLDER OPTION ফিরিয়ে আনার যুদ্ধ :-
start থেকে run এ যান & লিখুন regedit
এরপর ক্লিক করতে থাকুন সিরিয়াল অনুযায়ী
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer
এবার রাইট ক্লিক করে new—>dword value তে ক্লিক করুন
এবার এটির নাম দিন NoFolderOptions
এবার এটিকে ডাবল ক্লিক করুন & ভ্যালু দিন 0
ok করুন
এরপর নিচের প্রগ্রাম টি নোটপ্যাড এ লিখে সেভ করুন sr.reg নামে
Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\Policies\Microsoft\Internet Explorer\Restrictions]
“NoBrowserOptions”=dword:00000000
এরপর ফাইল টিকে ডাবল ক্লিক করুন & yes + ok চাপুন।
ব্যাস ভাইরাসের যুদ্ধে আপনি হয়ে গেলেন জয়ী।আপনার folder option আর hidden হবে না।
ভাল থাকবেন।আগামিতে ভাইরাসের সাথে আরো যুদ্ধ নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত ভাল থাকুন।

কম্পিউটার কে crash করার হাত থেকে রক্ষা করুন !!!

কেমন আছেন আপনারা সবাই ?? আমি এই সপ্তাহ খুব ব্যাস্ত ছিলাম  । যাই হোক আজ আপনাদের ১ টা প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করবো ।
সেটা হল ‘ কিভাবে কম্পিউটার কে crash করার হাত থেকে রক্ষা করা যায় !’
প্রথমে আপনি start থেকে run এ ক্লিক করুন । এরপর regedit লিখে enter দিন।
১। HKEY_LOCAL_MACHINE এ ক্লিক করুন
২। এরপর SYSTEM এ ক্লিক করুন
৩। এরপর CurrentControlSet এ ক্লিক করুন
৪। এরপর CrashControl এ ক্লিক করুন
এরপর ডানদিকে AutoReboot ডাবল ক্লিক করে ভ্যালু 00000000 দিন
এরপর আপনার PC কে restart করুন । ব্যাস আপনার কম্পিউটার crash হবার হাত থেকে সুরক্ষিত হয়ে গেল ।

ভাল লাগলে comment করবেন প্লীজ ।
* Windows key – access Start menu
* Windows key + Pause – open System Properties
* Windows key + D – minimise/restore windows
* Windows key + F – open Search window
* Windows key + F1 – open Help and Support Center
* Windows key + E – open Windows Explorer window
* Windows key + M – minimise all windows
* Windows key + TAB – move through open windows on Taskbar
* Windows key + SHIFT + M – restore all windows
* Hold CTRL while dragging – make a copy of selected item
* Hold CTRL + SHIFT while dragging – make a shortcut to selected item
* CTRL + ESC – open Start menu
* CTRL + C – Copy
* CTRL + X – Cut
* CTRL + V – Paste
* CTRL + A – Select All
* CTRL + Z – Undo
* CTRL + B – Bold highlighted text
* CTRL + U – Underline highlighted text
* CTRL + I – Italicise highlighted text
* CTRL + Plus key – increase browser text size
* CTRL + Minus key – decrease browser text size
* CTRL + ALT + DELETE – open Task Manager
* ALT + underlined letters in menus – open menu item
* ALT + ENTER – show Properties of selected object
* ALT + F4 – close current window or program
* CTRL + F4 – close window within program
* ALT + TAB – switch between open windows or programs
* TAB – move forwards through control items or links in current window
* SHIFT + TAB – move backwards through control items or links
* ENTER – click selected control item or link
* BACKSPACE – move up one folder level
* HOME – go to start of current line or web page
* END – go to end of current line or web page
* CTRL + END – go to end of current document
* PAGE UP – move up through current document or web page
* PAGE DOWN – move down through current document or web page
* PRINT SCREEN – take snapshot image of current screen
* ALT + PRINT SCREEN – take snapshot image of current window
* F2 – rename selected item
* F5 – refresh current window or web page
* F6 – move through window panes

ফ্রিওয়্যার সফটয়্যার ডাউনলোডের জন্য কিছু সফটয়্যারের ওয়েবলিঙ্ক (Freeware Software List) সংগ্রহে রাখুন

ফ্রিওয়্যার সফটয়্যার লিষ্ট :
ফ্রিওয়্যার সফটয়্যার খুজে পাওয়ার জন্য আপনাদের সাথে বেশ কিছু ওয়েব সাইট শেয়ার করছি। আশা করি আপনাদের কাজে আসবে ফ্রিওয়্যার সফটয়্যারের লিস্ট'টি।।।।

3D Modeling
Blender - http://www.blender.org/
Google SketchUp - http://sketchup.google.com/download/

Anti Virus
AntiVir - http://www.free-av.com/
Avast - http://www.avast.com/eng/avast_4_home.html
AVG - http://free.grisoft.com/
BitDefender - http://www.bitdefender.com/
ClamWin - http://www.clamwin.com/
Kaspersky Security Suite CBE 2009 - Click This Link

Anti Spyware
Ad-aware SE Personal - Click This Link
ComboFix - Click This Link
Hijackthis - Click This Link
Malwarebytes Anti-Malware - http://www.malwarebytes.org/mbam.php
Microsoft Windows Defender - Click This Link
Ninja Pendisk - http://nunobrito.eu/ninja/
SpyBot Search & Destroy - http://spybot.safer-networking.de/
WinPatrol - http://www.winpatrol.com/

Archive Managers
7-zip - http://www.7-zip.org/
Compress it - http://www.rg-software.de/
KGB Archiver - http://kgbarchiver.sourceforge.net/
QuickZip - http://www.quickzip.org/
SimplyzIP - http://www.dpaehl.de/
TUGZip - http://www.tugzip.com/

Audio Creation and Manipulation
Audacity http://audacity.sourceforge.net/
Audiograbber - http://www.audiograbber.com-us.net/
CDex - http://cdexos.sourceforge.net/
EAC - http://www.exactaudiocopy.de/
MediaInfo - http://mediainfo.sourceforge.net/en
MIDI Pattern Generator 64 - http://www.gradywerks.com/mpg64/
MP3Gain - http://mp3gain.sourceforge.net/
Reaper - http://www.cockos.com/reaper/index.php
Smart PC Record - http://www.voiceemotion.com/smartrecorder.htm

Audio Players
AIMP2 - http://www.aimp.ru/
Foobar 2000 - http://www.foobar2000.org/
iTunes - http://www.apple.com/itunes/
Jet Audio Basic - http://www.cowonamerica.com/products/jetaudio/
musikCube - http://www.musikcube.com/
Songbird - http://getsongbird.com/
Winamp - http://www.winamp.com/

BitTorrent Clients
µTorrent - http://www.utorrent.com/
Azureus - http://azureus.sourceforge.net/
Deluge - http://deluge-torrent.org/

CD/DVD Burning
Burn4Free - http://www.burn4free.com/
Burnatonce - http://www.burnatonce.com/
CDBurnerXP - http://www.cdburnerxp.se/
Deepburner - http://www.deepburner.com/
ImgBurn - http://www.imgburn.com/
InfraRecorder - http://infrarecorder.org/
Ultimate CD/DVD Burner - http://www.mispbo.com/burner.htm

Checksum Utilities
fsum - http://www.slavasoft.com/fsum/
HashCalc - http://www.slavasoft.com/hashcalc/
HashTab - http://beeblebrox.org/hashtab/
ICEECC - http://www.ice-graphics.com/ICEECC/IndexE.html
md5sum - http://www.etree.org/md5com.html
md5summer - http://www.md5summer.org/
MooSFV - http://www.ubercow.com/moosfv/
QuickPar - http://www.quickpar.org.uk/
QuickSFV - http://www.quicksfv.org/

Defrag Software
Auslogics Disk Defrag - http://www.auslogics.com/disk-defrag/index.php
JkDefrag - http://www.kessels.com/JkDefrag/

Desktop Customization
AveDesk - Click This Link
CursorXP - Click This Link
Desktop Sidebar - http://www.desktopsidebar.com/
Glass2k - http://www.chime.tv/products/glass2k.shtml
Kapsules - http://kapsules.shellscape.org/
Rainlendar - http://www.rainlendar.net/cms/index.php
RKLauncher - http://home.cogeco.ca/~rklauncher/
RocketDock - http://rocketdock.com/
Samurize - http://www.samurize.com/
TaskSwitchXP Pro - http://www.ntwind.com/taskswitchxp/
WinRoll - http://www.palma.com.au/winroll/
Yahoo! Widget Engine (Formerly Konfabulator) - http://widgets.yahoo.com/

Download Managers
Flashget - http://www.amazesoft.com/index_en.htm
Free Download Manager - http://www.freedownloadmanager.org/
Gigaget - http://www.gigaget.com/
LeechGet - http://www.leechget.net/en/
wget - http://xoomer.virgilio.it/hherold/

Email Clients
Evolution for Windows - http://shellter.sourceforge.net/evolution/
Foxmail - http://fox.foxmail.com/.**/
Pegasus Mail - http://www.pmail.com/
Thunderbird - http://www.mozilla.org/projects/thunderbird/
Zimbra - [url]http://www.zimbra.com/products/desktop.html[url]

Encryption and Data Security
Axcrypt - http://axcrypt.sourceforge.net/
Blowfish Advanced CS- http://web.bsn.ch/lasse/bfacs.htm
ccrypt - http://ccrypt.sourceforge.net/
CRYPTAINER LE - Click This Link
Eraser - http://www.heidi.ie/eraser/default.php
File Shredder - http://www.sys-shield.com/fileshredder.htm
GnuPG - http://www.gnupg.org/
PGP Freeware - http://www.pgp.com/products/freeware.html
TrueCrypt - http://www.truecrypt.org/

File Managers
2xExplorer - http://netez.com/2xExplorer/
CubicExplorer - http://www.cubicreality.com/
ExplorerXP - http://www.explorerxp.com/
freeCommander - http://www.freecommander.com/index_en.htm

File Repair and Recovery
ADRC Data Recovery Software Tools - Click This Link
Avira UnErase Personal - http://www.free-av.com/antivirclassi...a_unerase.html
FreeUndelete - http://www.officerecovery.com/freeundelete/
PC Inspector File Recovery - Click This Link
VAIOSoft Recovery Manager - Click This Link

Firewalls
Comodo Personal Firewall - http://www.personalfirewall.comodo.com/
Outpost Firewall (version 1 is free) - http://www.agnitum.com/download/outpost1.html
SoftPerfect Personal Firewall - http://www.softperfect.com/products/firewall/
Zonealarm Basic firewall - Click This Link

FTP Clients
CoreFTP - http://www.coreftp.com/
Filezilla - http://sourceforge.net/projects/filezilla
SmartFTP - http://www.smartftp.com/

FTP Servers
FileZilla - http://filezilla.sourceforge.net/
SlimFTPd - http://www.whitsoftdev.com/slimftpd
TYPSoft FTP Server - http://en.typsoft.com/
WarFTPD - http://www.jgaa.com/

Image Capture
MWSnap - http://www.mirekw.com/winfreeware/mwsnap.html

Image Editors
GIMP - http://www.gimp.org/
Inkscape - http://www.inkscape.org/
Paint.net - http://www.getpaint.net/

Image Viewers
FastStone Image Viewer - http://www.faststone.org/FSViewerDetail.htm
Irfanview - http://www.irfanview.com/
Picasa - http://picasa.google.com/
XNView - http://www.xnview.com/

Instant Messengers
AMSN - http://amsn.sourceforge.net/index.php
Google Talk - http://www.google.com/talk/
Miranda IM - http://www.miranda-im.org/
Pidgin - http://www.pidgin.im/
Skype - http://www.skype.com/
Trillian Basic - http://www.ceruleanstudios.com/downloads/
Yahoo! Messenger - http://messenger.yahoo.com/

IRC Clients
BersIRC - http://www.bersirc.com/
BitchX - http://bitchx.org/
Clicks&Whistles - http://i42.co.uk/stuff/
HydraIRC - http://www.hydrairc.com/
NodeIRC - http://node.sourceforge.net/
TinyIRC - http://www.tinyirc.net/
XChat - http://www.silverex.org/news/

Maps
Goggle Earth - http://earth.google.com/
NASA World Wind - http://sourceforge.net/projects/nasa-exp/

Misc Tools
Evernote - http://www.evernote.com/

Network Tools
Ethereal Protocol Analyzer - http://www.ethereal.com/
Fomine NetSend GUI - http://www.fomine.com/net-send-gui.html
Free IP Switcher - Click This Link
FreeNAS - http://www.freenas.org/
Hamachi - http://www.hamachi.cc/
NetMeter - http://readerror.gmxhome.de/
NMap - http://www.insecure.org/nmap/
Ntop - http://www.ntop.org/
PingPlotter - http://www.pingplotter.com/
PRTG Traffic Grapher - http://www.paessler.com/prtg
PuTTY - Click This Link
RealVNC - http://www.realvnc.com/
TightVNC - http://www.tightvnc.org/
Ultr@VNC - http://ultravnc.sourceforge.net/
WinSCP - http://www.winscp.com/

Office Applications
AbiWord - http://www.abiword.com/
OpenOffice.org - http://www.openoffice.org/

Partition Managers
GParted LiveCD http://gparted.sourceforge.net/livecd.php
Partition Logic - http://partitionlogic.org.uk/
Ranish Partition Manager - http://www.ranish.com/part/

PDF Utilities
Adobe Reader - http://get.adobe.com/reader/
CutePDF - Click This Link
Foxit PDF Reader - http://www.foxitsoftware.com/pdf/rd_intro.php
Ghostscript/GSView - http://www.ghostscript.com/awki
PDFCreator - http://sourceforge.net/projects/pdfcreator/
PrimoPDF - http://www.primopdf.com/
Sumatra PDF - Click This Link

Programming
ActivePerl - http://www.activestate.com/Products/ActivePerl
BlueJ - http://www.bluej.org/download/download.html
Crimson Editor - http://www.crimsoneditor.com/
Code::Blocks - http://www.codeblocks.org/
Context - http://www.context.cx/
Dev C++ - http://www.bloodshed.net/
Dev Pascal - http://www.bloodshed.net/
Digital Mars C++ - Click This Link
Eclipse - http://www.eclipse.org/
Enigma - Click This Link
ExamDiff - Click This Link
Freepascal - http://www.freepascal.org/
JCreator LE - http://www.jcreator.com/download.htm
jEdit - http://www.jedit.org/
Metapad - http://www.liquidninja.com/metapad/
Notepad++ - Click This Link
Notepad2 - http://www.flos-freeware.ch/
Open Watcom - http://www.openwatcom.org/
PaseoExpress - http://www.paseosoft.com/
Pelles C - http://www.smorgasbordet.com/pellesc/index.htm
PHP Designer 2007 Personal - http://www.mpsoftware.dk/products.php
PHP Hypertext Parser - http://www.php.net/
Programmer's Notepad - http://www.pnotepad.org/
PSPad - http://www.pspad.com/
Python - http://www.python.org/
Ruby - http://www.ruby-lang.org/
Screenweaver - http://screenweaver.com/download
SE|PY ActionScript Editor - http://www.sephiroth.it/python/sepy.php
SharpDevelop - http://www.icsharpcode.net/opensource/sd/
WebMatrix - http://www.asp.net/webmatrix/
WinMerge - http://winmerge.org/
XML Copy Editor - http://xml-copy-editor.sourceforge.net/

RSS Readers
klipfolio - http://www.serence.com/site.php
RssReader - http://www.rssreader.com/
SharpReader - http://www.sharpreader.net/

System Info and Monitoring
AIDA32 - Click This Link
ATITool - http://www.techpowerup.com/atitool/
ATI Tray Tools - Click This Link
CPU-Z - http://www.cpuid.com/cpuz.php
GPU-Z - http://www.techpowerup.com/gpuz/
HWiNFO - http://www.hwinfo.com/
Motherboard Monitor - http://www.majorgeeks.com/download.php?det=311
SpeedFan - http://www.almico.com/speedfan.php
Sysmetrix - http://www.xymantix.com/
WCPUID - Click This Link

System Tools
AutoHotkey - http://www.autohotkey.com/
CCleaner - http://www.ccleaner.com/

Video Codecs
Real Alternative - Click This Link
k-lite codec pack - http://www.codecguide.com/
Combined Community Codec Pack (cccp) - http://www.cccp-project.net/

Video Players
BsPlayer - http://www.bsplayer.org/
Crystal Player - Click This Link
DivX Player - http://www.divx.com/
KMPlayer - http://www.kmplayer.com/
Media Player Classic - Click This Link
VLC - http://www.videolan.org/
Gom Player - http://www.gomlab.com/eng/

Video Tools and Converters
AVIDemux - http://fixounet.free.fr/avidemux/
DScaler - http://deinterlace.sourceforge.net/
DVDx - http://www.labdv.com/dvdx/
GSpot - http://www.headbands.com/gspot/
Handbrake - http://handbrake.fr/
MobileVideo For iPod - Click This Link
Movica - http://vani.bhargav.googlepages.com/movica
Personal Video Database - http://www.videodb.info/
PSP Video 9 - http://www.pspvideo9.com/
RatDVD - http://www.ratdvd.ca/
Super - http://www.erightsoft.com/SUPER.html
TMPGEnc - http://www.tmpgenc.net/en/e_main.html
VirtualDub - http://www.virtualdub.org/
VirtualDubMod -http://sourceforge.net/project/showf...group_id=65889

Web Browsers
Firefox - http://www.getfirefox.com/
Flock - http://www.flock.com/
Chrome - http://www.google.com/chrome
K-Meleon - http://kmeleon.sourceforge.net/
Mozilla - http://www.mozilla.org/
Netscape - http://browser.netscape.com/ns8/
Opera - http://www.opera.com/

Web Servers
Apache - http://httpd.apache.org/
HTTP File Server - http://www.rejetto.com/hfs/
Sambar - http://www.sambar.com/
TinyWeb - http://www.ritlabs.com/tinyweb/index.html

Webcam Software
booruWebCam - http://www.booru.net/
Dorgem - http://dorgem.sourceforge.net/
grabMotion - http://www.grabmotion.com/
Pryme - http://www.hilo.dk/pryme/
Splitcam - http://www.splitcamera.com/index.html