আমার পঠিত ব্লগ সমুহ

সোমবার, ২৩ মে, ২০১১

Unique number বা অদ্বিতীয় সংখ্যা কি জিনিস তার সংঙ্গা লিখতে গেলে খুব একটা শ্রুতিমধুর হবে না। তবুও এভাবে লেখা যেতে পারে- শুধুমাত্র ক্রমিক অংক বিশিষ্ট কোনো একটি সংখ্যা এবং তার রিভার্স সংখ্যার ব্যবধানই হচ্ছে Unique number। একটি উদাহরণ দিলেই বুঝা যাবে বিষয়টি।


উদহরন :
দুইটি ক্রমিক অংক বিশিষ্ট একটি সংখ্যা ৪৫। এবার ৪৫-কে উলটে লিখলে পাওয়া যাবে ৫৪। এখন (৫৪-৪৫) = ৯।
দুইটি ক্রমিক অংক বিশিষ্ট যে কোনো সংখ্যার জন্যই ৯ হচ্ছে Unique number, কারণ দুইটি ক্রমিক অংক বিশিষ্ট যে কোনো সংখ্যার ব্যবধানই হবে এই ৯। আরেকটি উদাহরন দেখেন……
উদাহরন :
দুইটি ক্রমিক অংক বিশিষ্ট একটি সংখ্যা ৮৯। এবার ৮৯-কে উলটে লিখলে পাওয়া যাবে ৯৮। এখন (৯৮-৮৯) = ৯।
দুইটি ক্রমিক অংক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে Unique number যে ৯ সেটা আমরা বুঝে পেলাম, কিন্তু তিনটি ক্রমিক অংক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রেও কি এরকম Unique number রয়েছে?? চলুন দেখি তেমন কিছু খুঁজে পাওয়া যায় নাকি।
উদাহরন :
তিনটি ক্রমিক অংক বিশিষ্ট যেকোনো একটি সংখ্যা ১২৩। এবার ১২৩-কে উলটে লিখলে পাওয়া যাবে ৩২১। এখন (৩২১-১২৩) = ১৯৮।
আরেকটি সংখ্যা নিয়ে পরীক্ষাটি করে দেখি ১৯৮ই পাওয়া যায় কিনা।
উদাহরন :
তিনটি ক্রমিক অংক যেকোনো একটি সংখ্যা ৬৭৮। এবার ৬৭৮-কে উলটে লিখলে পাওয়া যাবে ৮৭৬। এখন (৮৭৬-৬৭৮) = ১৯৮। বাহ! চমৎকার, এখানেও ১৯৮ পাওয়া গেলো। তাহলে আমরা বলতে পারি তিনটি ক্রমিক অংক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে Unique number হচ্ছে ১৯৮।
এবার মনে প্রশ্ন জাগে তিনটি ক্রমিক অংকের চেয়ে বেশি হলে কি হবে?? তাদের ক্ষেত্রেও কি একই রকম কোনো Unique number রয়েছে?? উত্তর হচ্ছে, হ্যাঁ Unique number রয়েছে। নিচে একটি চার্টে এক থেকে দশটি ক্রমিক অংক বিশিষ্ট সংখ্যার Unique number দেখিয়ে দিচ্ছি।
ক্রমিক অং উদাহরন Unique number
একটি ক্রমিক অংকের সংখ্যা
১ – ১
Un১ = ০
দুইটি ক্রমিক অংকের সংখ্যা
২১ – ১২
Un২ = ০৯
তিনটি ক্রমিক অংকের সংখ্যা
৩২১ – ১২৩
Un৩ = ১৯৮
চারটি ক্রমিক অংকের সংখ্যা
৪৩২১ – ১২৩৪
Un৪ = ৩০৮৭
পাঁচটি ক্রমিক অংকের সংখ্যা
৫৪৩২১ – ১২৩৪৫
Un৫ = ৪১৯৭৬
ছয়টি ক্রমিক অংকের সংখ্যা
৬৫৪৩২১ – ১২৩৪৫৬
Un৬ = ৫৩০৮৬৫
সাতটি ক্রমিক অংকের সংখ্যা
৭৬৫৪৩২১ – ১২৩৪৫৬৭
Un৭ = ৬৪১৯৭৫৪
আটটি ক্রমিক অংকের সংখ্যা
৮৭৬৫৪৩২১ – ১২৩৪৫৬৭৮
Un৮ = ৭৫৩০৮৬৪৩
নয়টি ক্রমিক অংকের সংখ্যা
৯৮৭৬৫৪৩২১ – ১২৩৪৫৬৭৮৯
Un৯ = ৮৬৪১৯৭৫৩২
দশটি ক্রমিক অংকের সংখ্যা
৯৮৭৬৫৪৩২১০ – ০১২৩৪৫৬৭৮৯
Un১০ = ৯৭৫৩০৮৬৪২১
উপরের ছকে যেখানে Unique number গুলি দেখানো হয়েছে সেখানে একটু লক্ষ্য করলে দেখা যাবে, প্রতিটি Unique number মিলে চমৎকার একটি মিল তৈরি করেছে নিজেদের মাঝে। মিলটি কি আপনার চোখে পরেছে?
১। Un৪ থেকে শুরু করে Un১০ পর্যন্ত যেকোনো Unique number এর প্রথম ও শেষ অংকের যোগফল হবে ১০।
যেমনঃ Un৯ = ৮৬৪১৯৭৫৩২, এখানে প্রথম ও শেষ অংকের যোগফল (৮+২) = ১০।
২। Un৪ থেকে Un১০ পর্যন্ত যেকোনো Unique number এর প্রথম আংক হবে (Un – ১)।
যেমনঃ Un৯ = ৮৬৪১৯৭৫৩২, এখানে প্রথম অংক হচ্ছে ৮, আর (Un৯ – ১) = (৯ – ১) = ৮।
৩। Un৪ থেকে Un১০ পর্যন্ত যেকোনো Unique number এর প্রথম ও শেষ অংক ফেলে দিলে তা অবশ্যই {U(n – ২) – (১)}হবে।
যেমনঃ Un৯ = ৮৬৪১৯৭৫৩২, এখানে প্রথম ও শেষ অংক ফেলে দিলে পাই ৬৪১৯৭৫৩। আর
{U(n৯ – ২) – (১)} = {Un৭ – (১)} = {৬৪১৯৭৫৪ – ১} = ৬৪১৯৭৫৩।
৪। Un৯ Unique number এ ১ থেকে ৯ পর্যন্ত সকল অংকই একবার করে রয়েছে।
যেমনঃ Un৯ = ৮৬৪১৯৭৫৩২
৫। Un১০ Unique number এ ০ থেকে ৯ পর্যন্ত সকল অংকই একবার করে রয়েছে।
যেমনঃ Un১০ = ৯৭৫৩০৮৬৪২১
Unique numberএর আরো একটি মজা এখন আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটি ছকের মাঝে দেখালেই বরং ভালো লাগবে
Un২ – Un১
= ০৯ – ০
= ০৯
Un৩ – Un২
= ১৯৮ – ০৯
= ১৮৯
Un৪ – Un৩
= ৩০৮৭ – ১৯৮
= ২৮৮৯
Un৫ – Un৪
= ৪১৯৭৬ – ৩০৮৭
= ৩৮৮৮৯
Un৬ – Un৫
= ৫৩০৮৬৫ – ৪১৯৭৬
= ৪৮৮৮৮৯
Un৭ – Un৬
= ৬৪১৯৭৫৪ – ৫৩০৮৬৫
= ৫৮৮৮৮৮৯
Un৮ – Un৭
= ৭৫৩০৮৬৪৩ – ৬৪১৯৭৫৪
= ৬৮৮৮৮৮৮৯
Un৯ – Un৮
= ৮৬৪১৯৭৫৩২ – ৭৫৩০৮৬৪৩
= ৭৮৮৮৮৮৮৮৯
Un১০ – Un৯
= ৯৭৫৩০৮৬৪২১ – ৮৬৪১৯৭৫৩২
= ৮৮৮৮৮৮৮৮৮৯
মজা দেখেন উপরের বিয়োগফলের প্রতিটির ক্ষেত্রেই এককের ঘরে আছে ৯ আর সর্ব বামের ঘরে আছে ০ থেকে ৮ পর্যন্ত পর্যায়ক্রমে। আরো মজার বিষয় হচ্ছে বিয়োগফলের এই সর্ব বামের ঘরের ০ থেকে ৮ পর্যন্ত অংকগুলি বলে দিচ্ছে সেই সংখ্যায় প্রথম ও শেষ অংকটি বাদে কটি আট আছে। যেমনঃ শূন্য থাকলে বুঝতে হবে সংখ্যাটিতে কোনো আট নেই, আবার ৫ থাকরে বুঝা যাবে ৫টি আট রয়েছে।
আবার যদি এমন করি যে প্রতিটি Unique numberকে উলটে লিখে যে সংখ্যাটি পাওয়া যাবে তাকে সেই Unique numberটির সাথে যোগ করি তাহলে কি কোনো নতুন pattern পাওয়া যাবে!!! আসুন দেখি…..
Reverse Unique number
RUn + Un
RUn৩ = ৮৯১ RUn৩ + Un৩ = ১০৮৯
RUn৪ = ৭ ৮০৩ RUn৪ + Un৪ = ১০৮৯০
RUn৫ = ৬৭৯১৪ RUn৫ + Un৫ = ১০৯৮৯০
RUn৬ = ৫৬৮০৩৫ RUn৬ + Un৬ = ১০৯৮৯০০
RUn৭ = ৪৫৭৯১৪৬ RUn৭ + Un৭ = ১০৯৯৮৯০০
RUn৮ = ৩৪৬৮০৩ RUn৮ + Un৮ = ১০৯৯৮৯০০০
RUn৯ = ২৩৫৭৯১৪৬৮ RUn৯ + Un৯ = ১০৯৯৯৮৯০০০
RUn১০ = ১২৪৬৮০৩৫৭৯ RUn১০ + Un১০= ১০৯৯৯৮৯০০০০
এর আগে আমি Kaprekar Constant সম্পর্কে আলোচনা করেছিলাম আমার অন্য একটি লেখায়। আমরা জানি চার অংক বিশিষ্ট Kaprekar Constant হচ্ছে K৪ = ৬১৭৪। আর একে উলটে লিখলে RK৪ = ৪৭১৬। এবার যদি এদের যোগ করি তাহলে (K৪ + RK৪) = (৬১৭৪ + ৪৭১৬) = ১০৮৯০।
মজার বিষয় হচ্ছে আমাদের Unique number এর ক্ষেত্রে (Un৪ + RUn৪) = (৩০৮৭ + ৭ ৮০৩) = ১০৮৯০।
একই ভাবে (K৩ + RK৩) = (৪৯৫ + ৫৯৪) = ১০৮৯। আর (Un৪ + RUn৪) = (১৯৮ + ৮৯১) = ১০৮৯।
মজার ব্যাপার তাই না!!
এর জন্য আমরা এই রিলেশনসিপকে দেখাতে পারি (Un + RUn) = (Kn + RKn)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন