আমার পঠিত ব্লগ সমুহ

বৃহস্পতিবার, ১৯ মে, ২০১১

ছোট খাটো অংকের জাদু।



সবাইকে আমার টিউনে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটু অন্য ধরনের টিউন করবো। আশা করি সবার ভালো লাগবে।
ছোটখাটো গুন- ভাগের অংক গুলো আমরা তো সহজে নামতা পড়ে বলে ফেলি।
কিন্ত বড় বড় অংক গুলো কিভাবে সহজে করা যায় তার কয়েকটি নিয়ম দেখাবো-
তাহলে শুরু করি-
১। ২ অংকের যেকোন জোড় সংখাকে ৫১ দিয়ে গুণঃ-
যেমনঃ- ৫৪ X ৫১ = ২৭৫৪।
পদ্ধতিঃ ৫৪/২= ২৭, এটাকে বামে লিখে গুণক ৫৪ বসিয়ে দিলেই হল।
২। ২ অংকের যেকোন জোড় সংখাকে ৫১ দিয়ে গুণঃ-
যেমনঃ- ৫১ X ৪৩ = ২১৯৩।
পদ্ধতিঃ ৪৩/২= ২১ এবং ভাগশেষ- ১। তাই উত্তর বসানোর সময় ২১৪২+৫১ = ২১৯৩।
৩। ৪ দ্বারা বিভাজ্য এমন সংখ্যা দিয়ে ২৬ কে গুণঃ-
যেমনঃ- ২৬ X ৪৮ = ১২৪৮।
পদ্ধতিঃ ৪৮/৪= ১২, এটাকে বামে লিখে গুণক ৪৮ বসিয়ে দিলেই হল।
৪। ৪ দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যা দিয়ে ২৬ কে গুণঃ-
যেমনঃ- ২৬ X ৪৯ = ১২৭৪।
পদ্ধতিঃ ৪৯/৪= ১২ এবং ভাগশেষ- ১, তাই উত্তর বসানোর সময় ১২৪৯+২৬ = ১২৭৪।
৫। যেকোন সংখ্যাকে ২৫ দিয়ে গুণঃ-
যেমনঃ- ২৩৫৭২ X ২৫ = ৫৮৯৩০০।
পদ্ধতিঃ ২৩৫৭২/৪= ৫৮৯৩, এটাকে বামে লিখে ০০ বসিয়ে দিলেই হল।
যদি ৪ দ্বারা ভাগ না যায়  তাহলে  ভগশেষ গুণ ২৫, ০০ এর স্থানে বসালেই হবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন