সবাইকে আমার টিউনে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটু অন্য ধরনের টিউন করবো। আশা করি সবার ভালো লাগবে।
ছোটখাটো গুন- ভাগের অংক গুলো আমরা তো সহজে নামতা পড়ে বলে ফেলি।
কিন্ত বড় বড় অংক গুলো কিভাবে সহজে করা যায় তার কয়েকটি নিয়ম দেখাবো-
তাহলে শুরু করি-
১। ২ অংকের যেকোন জোড় সংখাকে ৫১ দিয়ে গুণঃ-
যেমনঃ- ৫৪ X ৫১ = ২৭৫৪।
পদ্ধতিঃ ৫৪/২= ২৭, এটাকে বামে লিখে গুণক ৫৪ বসিয়ে দিলেই হল।
২। ২ অংকের যেকোন জোড় সংখাকে ৫১ দিয়ে গুণঃ-
যেমনঃ- ৫১ X ৪৩ = ২১৯৩।
পদ্ধতিঃ ৪৩/২= ২১ এবং ভাগশেষ- ১। তাই উত্তর বসানোর সময় ২১৪২+৫১ = ২১৯৩।
৩। ৪ দ্বারা বিভাজ্য এমন সংখ্যা দিয়ে ২৬ কে গুণঃ-
যেমনঃ- ২৬ X ৪৮ = ১২৪৮।
পদ্ধতিঃ ৪৮/৪= ১২, এটাকে বামে লিখে গুণক ৪৮ বসিয়ে দিলেই হল।
৪। ৪ দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যা দিয়ে ২৬ কে গুণঃ-
যেমনঃ- ২৬ X ৪৯ = ১২৭৪।
পদ্ধতিঃ ৪৯/৪= ১২ এবং ভাগশেষ- ১, তাই উত্তর বসানোর সময় ১২৪৯+২৬ = ১২৭৪।
৫। যেকোন সংখ্যাকে ২৫ দিয়ে গুণঃ-
যেমনঃ- ২৩৫৭২ X ২৫ = ৫৮৯৩০০।
পদ্ধতিঃ ২৩৫৭২/৪= ৫৮৯৩, এটাকে বামে লিখে ০০ বসিয়ে দিলেই হল।
যদি ৪ দ্বারা ভাগ না যায় তাহলে ভগশেষ গুণ ২৫, ০০ এর স্থানে বসালেই হবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন