আমার পঠিত ব্লগ সমুহ

শনিবার, ৭ মে, ২০১১

ভাইরাস নিয়ে ভাবনা? আর না আর না । কম্পিউটার কে এবার সাজাবো মনের মত করে.

কম্পিউটারে ভাইরাস আর না আর না
এসে গেল registry file
আর নেই ভাবনা ।।
হ্যা ভাই ।আজ আমি ভাইরাসের সাথে যুদ্ধে জয়ী হবার পদ্ধতি শিখাবো । আর এ জন্য আপনার হাতিয়ার হিসাবে লাগবে registry file.
তবে ভাইরাস আমাদের এই হাতিয়ার কেড়ে নেয় । এই registry file অনেক সময় disable থাকে। তাই আগে আমাদের registry file এক্টিভ করে নিতে হবে। এর জন্য এখানে ক্লিক করে ফাইল টি ডাউনলোড করে নিন.
এটি আপনার কম্পিউটার এ নিম্নোক্ত ফাইল গুলি enable করবে :
1.Registry file
2.Task manager
3.MSCONFIG

ডাউনলোড হলে unzip করে xp_emergencyutil.exe ফাইল টি ডাবল ক্লিক করুন ।
create copies এ ক্লিক করুন ।
ব্যাস হয়ে গেল task manager & registry file এনাবল করা ।
এবার আসুন আসল যুদ্ধে নামা যাক ।
1. FOLDER OPTION ফিরিয়ে আনার যুদ্ধ :-
start থেকে run এ যান & লিখুন regedit
এরপর ক্লিক করতে থাকুন সিরিয়াল অনুযায়ী
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer
এবার রাইট ক্লিক করে new—>dword value তে ক্লিক করুন
এবার এটির নাম দিন NoFolderOptions
এবার এটিকে ডাবল ক্লিক করুন & ভ্যালু দিন 0
ok করুন
এরপর নিচের প্রগ্রাম টি নোটপ্যাড এ লিখে সেভ করুন sr.reg নামে
Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\Policies\Microsoft\Internet Explorer\Restrictions]
“NoBrowserOptions”=dword:00000000
এরপর ফাইল টিকে ডাবল ক্লিক করুন & yes + ok চাপুন।
ব্যাস ভাইরাসের যুদ্ধে আপনি হয়ে গেলেন জয়ী।আপনার folder option আর hidden হবে না।
ভাল থাকবেন।আগামিতে ভাইরাসের সাথে আরো যুদ্ধ নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত ভাল থাকুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন